মিতা মজুমদার
যদি বেঁচে থাকি
পরের বৈশাখে যদি দেখা হয়
কিছু কথা বলবো তোমায়।
লাল রঙের শাড়ি পড়বো
তুমি অবশ্যই লাল সাদা কারুকাজ করা পাঞ্জাবি পড়বে।
তোমাকে দু’হাত ভরে কাঠগোলাপ দেবো,
একটা কবিতা লিখে রেখো শুধু আমার জন্য।
যদি দেখা নাই হয় তবে বকপাখি সেজে
তপ্ত দুপুরে সমুদ্রস্নানে যাবো,
তোমার উঠোনে দু’টো পালক রেখে
শূন্যতায় খুঁজে নিবো আমার যাত্রা।
আমি খড়কুটোর মতো
তোমার পাশে কিছু সময় থাকতে চাই।
তারপর বিষন্ন বিকেলে দূরে বহুদূরে উড়ে যাবো…
তুমি কিন্তু পালক দু’টো যত্ন করে রেখে দিও।
(ফ্লোরিডা, ইউএসএ)
রচনাকাল : ০৩ ফেব্রুয়ারি, ২০২১