মুরশাদ সুবহানী
জল-তরঙ্গে বাতাসের গান
এক মাঝি সেই সুরে হৃদয়ের গান ধরে;
তাল-লয় কাটে তাতে কোন ভ্রুক্ষেপ নেই।
মাঝি নাচে জল-তরঙ্গে।
সে তো কোন বেতার-টিভিতে অডিশন দেবে না।
তাল-লয়ে তার কিছু এসে যায় না।
মনের আনন্দই তার কাছে বড়।
কল্পনায় আঁকে প্রিয়ার মুখচ্ছবি।
বাতাসের বেগে তার গান ছুটে চলে
বিষাদের সুর হয়ে কোনো দূরদেশে।
(ফ্লোরিডা, ইউএসএ প্রবাসী)