মুরশাদ সুবহানী : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা-১৯ নামক ভয়াবহ ভাইরাস থেকে দেশের মানুষকে সুরক্ষা দিতে ভ্যাকসিন প্রাপ্তি বাংলাদেশে সহজ করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তাঁকে আন্তরিক অভিনন্দন। ভারত সরকার প্রথম চালানে ২০ লক্ষ ডোজ ভ্যাকসিন বাংলাদেশকে দিয়েছে। আর একজন মানবতাবাদীকে ধন্যবাদ জ্ঞাপন না করলে নিজের কাছে নিজেকেই অপরাধী’র মতো মনে হবে তিনি হলেন, মানবতাবাদী মি. বিল গেটস; যিনি ভ্যাকসিন তৈরির জন্যে অকাতরে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছেন।
বাংলাদেশে এই ভ্যাকসিন আসার পর অনেকেই নানা সমালোচনায় মুখর হয়ে উঠেন। কারো মতে এটি গঙ্গার জল, এই ভ্যাকসিন নিলে মানুষ শুকিয়ে যাবে, বন্ধ্যা হতে পারে, মারা যেতে পারে ইত্যেকার কথাবার্তা। এই কথাগুলো ফেসবুকে বিকৃত রূপ নিয়ে ক্রমেই গুজব আকারে দ্রæত ছড়িয়ে পড়ে। আমেরিকায় ফাইজার ও মডার্নার ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। আমেরিকার ফ্লোরিডা স্টেটে ৬৫ বছর বয়স্কদের এই ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলছে। এই সময় আমার দেশে আসার কথা ছিল না। শ্বাশুড়ি মাতা অসুস্থ হয়ে পড়ায় জরুরীভাবে স্ব-স্ত্রীক দেশে আসতে হয়। পাবনায় এসে কয়েকজনের কাছে জানতে পারলাম; কেউ কেউ ভ্যাকসিন নিয়েছেন আবার কেউ নয়। অনেকের মধ্যে দ্বিধা-দ্ব›দ্ব কাজ করছে। প্রশ্ন আসতেই পারে কেন? ভুল ধারণা এটির জন্যে দায়ী।
অক্সফোর্ডের ফরমুলায় ভারতের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিরাম এই ভ্যাকসিন প্রস্তুত করছে। ফাইজার আর মডার্নার এবং ভারতের সিরামের করোনা-১৯ ভ্যাকসিন একই। কার্যকারিতার ক্ষেত্রে সামান্য তারতম্য হতে পারে।
বাংলাদেশ সরকার ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন নিতে পারতেন। কোভিড-১৯ ভ্যাকসিন সংরক্ষণের জন্যে যে বিলো তাপমাত্রার দরকার সেই তাপমাত্রায় রাখার সক্ষমতা বাংলাদেশের এখন নেই। একই ফরমুলায় সিরাম যে ভ্যাকসিন দিচ্ছে সেটি দেশের সরকারি সেন্ট্রাল এবং জেলার মেডিসিন স্টোরের ক্লোড চেইনে রাখা সম্ভব। এই ভ্যাকসিন ফ্রিজে রেখেও সংরক্ষণ করা যাবে।
২৩, ফেব্রæয়ারি আমার স্ত্রী, শ্বাশুড়ি মাতা ও এক শ্যালিকা নিয়েছেন আর ২৪ ফেব্রæয়ারি আমি নিলাম। আমার আমেরিকা, কানাডা, জার্মান প্রবাসী বাল্যবন্ধুদের জানালাম, বাংলাদেশে এসে ভ্যাকসিন নিয়েছি, হেসে দিয়ে একই ধরণের কথা বললো তাঁরা; আমেরিকা থেকে বাংলাদেশে গিয়ে ভ্যাকসিন নিলি। ভালই করেছিস, ভ্যাকসিনের কাজ তো প্রায় একই। আপনি/আপনারা বাংলাদেশের ভ্যাকসিন নির্দ্বিধায় নিতে পারেন। গুজব থেকে কান সরিয়ে রাখুন।
(লেখক: সাহিত্যের সেবক, অ্যাডভোকেট জজকোর্ট, পাবনা। বর্তমানে ফ্লোরিডা, ইউএস প্রবাসী)
তারিখ: ২৫,ফেব্রুয়ারি,২০২১
ইমেইল : murshadsubhani@gmail.com