অখিল সাহা, টরন্টো: শোষণমুক্ত প্রগতিশীল বিশ্বসমাজ গঠনের জন্য বিপ্লবী রণেশ দাশগুপ্তের স্বপ্নকে বাঁচিয়ে রাখার আহ্বান বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা শিল্পী, সাহিত্যিক, রাজনীতিক ও সংগ্রামী সংগঠক রণেশ দাশগুপ্তের ১০৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে। এ উপলক্ষ্যে উদীচী কানাডা সংসদ ”শ্রদ্ধা ও ভালবাসায় রণেশ দাশগুপ্ত” শিরোনামে আয়োজন করে একটি অনলাইন আলোচনা ও সাংস্কৃতিক সভার। যা অনুষ্ঠিত হয় ৩০শে জানুয়ারী, শনিবার কানাডা সময় সকাল ১১.০০টায়। উক্ত অনলাইন সভায় ঢাকা থেকে আমন্ত্রিত বক্তা হিসাবে রণেশ দাশগুপ্তের উপর স্মৃতিচারণমুলক আলোচনায় অংশগ্রহন করেন লেখক সৈয়দ মোহাম্মাদ শাহেদ।

উল্লেখ্য, রণেশ দাশগুপ্তের উপর একাধিক পুস্তক প্রণেতা লেখক সৈয়দ মোহাম্মাদ শাহেদ বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক এবং কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়াও অনুষ্ঠানটিতে স্মৃতিচারণামূলক আলোচনায় অংশ নেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, যুক্তরাজ্যে বসবাসরত কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা: রফিকুল ইসলাম জিন্নাহ, কানাডা বসবাসরত কেন্দ্রীয় সংসদ সদস্য আজিজুল মালিক, উদীচী কানাডার উপদেষ্টা ও প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগের সংগঠক টিটো খন্দকার। অনুষ্ঠানে আরো অংশ নেন মুক্তিযুদ্ধের লোক ইতিহাস বিষয়ক গবেষক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক তাজুল মোহাম্মাদ। অনুষ্ঠানের প্রথমাংশে বরেণ্য রণেশ দাশগুপ্তের জীবনী পাঠ করেন কানাডা শাখার সহসভাপতি স্বপন বিশ্বাস ও হাসমত আরা চৌধুরী জুঁই। রণেশ দাশগুপ্তের পুস্তকের অংশবিশেষ পাঠ করেন কানাডা উদীচীর সভাপতি সুভাষ দাশ। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনায় ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মিনারা বেগম ও সহসাধারণ সম্পাদক সোলায়মান তালুত রবীন। অনুষ্ঠানের শুরুতে আগুনের পরশমনি রবীন্দ্রসংগীতের সাথে নাচ পরিবেশন করে উদীচীর শিশুশিল্পী সুকন্যা দাশ। অনলাইন এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন কানাডা সংসদের নির্বাহী সদস্য মুক্তি প্রসাদ ও সুনীতি সর্দার। কবি মহাদেব সাহার ”মানুষের সাথে থাকো” কবিতাটি পাঠ করেন সদস্য সাবরিণা নুরী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করেন জয়দেব চৌধুরী রিংকু। সবশেষে কানাডা সংসদের সম্পাদকমন্ডলীর সদস্য জয় দাশের “মাঠে মাঠে সোনালী ধান” গণসংগীত পরিবেশন ও সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়।