মুন্নি আহমেদ : এখন সময় এসেছে কষ্টগুলোকে ভাগ বাটোয়ারা করার। জীবন কষ্টে জর্জরিত হলে কখনও কখনও একা বয়ে বেড়ানো দায় হয়ে উঠে। ক্ষণে মনে হয় কষ্টে বিজিত হওয়া, সে তো এক দু:খ বিলাসিতা মাত্র। কুন্ডুলী পাকানো বুকফাটা আর্তনাদ যখন জমে জমে পাহাড় সম হয় হৃদয়ের অতি সংগোপনে রাখা মন-বাড়িতে, তখন ডাকবে কি কেউ আমার রক্ষা কবজ হয়ে কোন অন্ধকারাচ্ছন্ন গভীর কোন কান্নাভরা রাতে!
সন্ধ্যার অন্ধকার নেমে আসলে
তুমি কি আমায় একটু ডাকবে
সন্ধ্যার অন্ধকার নেমে আসলে,
অনেক কিছু বলার ছিল
সমস্তটাই বলবো আমি
আমার বুকফাটা আর্তনাদের
সলিল সমাধি ঘটিয়ে।
দূর্বিষহ সে পথ তো পাড়ি দিয়ে এসেছি
এখন কষ্টের দুয়ার আমি মেলে ধরে আছি
অন্ধকারাচ্ছন্ন কুন্ডুলী পাকানো আমি,
গিলতে পারি আজ গোগ্রাসে সমস্ত কষ্ট
অভিমান আক্রোসে এই আমি আজ
ভীষণভাবে হয়েছি জর্জরিত।
জমেছে মন-বাড়িতে এক থালা কষ্ট
প্রেম কাব্য ফুড়িয়ে গেছে পিষ্ট চাকার তলে
ভেঙে ভেঙে হয়েছি আমি রুপান্তরিত পাহাড়ে
আসবো কি তোমার কাছে বলো
এগুলো ভাগ বাটোয়ারাতে!
জড়িয়েছি নিজেকে এক কষ্ট জালের বাঁধনে
যন্ত্রণাকে বালিশ বানিয়ে কাটাই রাত্রি জাগরণে
হয়েছি তো আজ আদ্যপান্ত এক
মিথ্যে অভিনয়ে গড়া ফানুস
একটু ডাকবে কি আমায় তবে!
সে হোক অমাবশ্যার কালো রাত্রি
সেই তো হতো ভালো,
যখন চারিদিক নিকশ কালো।
জীবন তরী যে চলছে আমার কষ্টে সমান্তরাল
বিচ্ছেদেরই শূন্যতাকে হার দিয়েছি,
লাগাম টেনে ধরিনি তার অনন্ত পথে
তবে কি আমায় একটু ডাকবে
কষ্ট-ডালপালাগুলো ভেঙ্গে গুড়িয়ে পরার আগে!