অনলাইন ডেস্ক : বাংলাদেশের শিক্ষার মান উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের সাথে কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কানাডার ক্যালগেরিতে “প্রবাস বাংলা ভয়েস” এর আয়োজনে প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুলের সঞ্চালনায় এই ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ ও কানাডার ছাত্রছাত্রীদের মধ্যে কিভাবে সেতুবন্ধন তৈরি করা যায় এবং প্রচুর সংখ্যক বাংলাদেশি ছাত্রছাত্রী কানাডায় এসে উন্নত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে কিভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধিতে বিরাট ভূমিকা রাখতে সহায়তা করবে- সে লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

আলোচনায় প্রধান অতিথি ছিলেন কানাডাস্ত বাংলাদেশ হাইকমিশনার ড.খলিলুর রহমান। মূল বক্তব্য পাঠ করেন ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আনিস হক। স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট কলামিস্ট উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মোঃ মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মোঃ রশিদ রিপন এবং ক্যালগেরির এ বিএম কলেজের প্রেসিডেন্ট ড. মোঃ বাতেন।
এছাড়াও আলোচনায় আরও অংশ নেন অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং এন্ড জিও সাইন্টিস্ট অফ আলবার্টার ক্যালগেরি শাখার কোষাধক্ষ্য প্রকৌশলী মোহাম্মদ কাদির, বিসিএওসি’র সাবেক সভাপতি আবদুল্লা রফিক, সিলেট অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি রূপক দত্ত, সাবেক ছাত্রনেতা, ট্রাস্টি ও সাবেক সভাপতি বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির কিরণ বণিক শংকর এবং আলবার্টা বাংলাদেশি ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অফ ক্যালগারি সভাপতি প্রকৌশলী সুব্রত বৈরাগী।

কানাডায় নিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশ হাই কমিশনার ড. খলিলুর রহমান তার বক্তব্যে কিভাবে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এই দেশে এসে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে তার উপর গুরুত্বারোপ করেন।

ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আনিস হক তার মূল বক্তব্যে কানাডায় পড়তে আসা বাংলাদেশি ছাত্রছাত্রীদের বিভিন্ন সহযোগিতা প্রদানসহ কানাডা এবং বাংলাদেশের ভিতর উচ্চশিক্ষার ক্ষেত্রে সাম্ভাব্য সহযোগিতার উপর আলোকপাত করেন।
এছাড়াও বক্তারা সমৃদ্ধ দেশ গঠনে কানাডা ও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সেতুবন্ধন হতে পারে মাইলফলক বলে উল্লেখ করেন।