স্পোর্টস ডেস্ক : পাঁচবছর পর ফিরে পেয়েছেন টেস্ট ব্যাটসম্যানের এক নম্বর স্থান। সেটা আরো পাকাপোক্ত করেছেন কেন উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্টে। ভারতের বিপক্ষে প্রথম দুই টেস্টের ব্যর্থতায় তিনে নেমে গিয়েছিলেন স্টিভেন স্মিথ। সিডনি টেস্টে এক সেঞ্চুরি ও ফিফটিতে দুই নম্বরে উঠেছেন এই অজি ব্যাটসম্যান। তিনে নেমে গেছেন বিরাট কোহলি।
ক্রাইস্টচার্চে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে উইলিয়ামসনের রেটিং পয়েন্ট এখন ৯১৯। যা তার ক্যারিয়ার সেরা। এমনকি নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসেরও সেরা রেটিং পয়েন্ট। এর আগের সেরা ৯১৫ রেটিং পয়েন্ট ছিল উইলিয়ামসনেরই।
২০১৫ সালের ডিসেম্বরে কিউইদের মধ্যে সেরা টেস্ট রেটিং পয়েন্ট পেয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে ৯০০ রেটিং পয়েন্ট ছুঁতে পেরেছেন উইলিয়ামসন ছাড়া কেবল একজন। সর্বকালের অন্যতম সেরা রিচার্ড হ্যাডলি ১৯৮৫ সালের ডিসেম্বরে পেয়েছিলেন ৯০৯ রেটিং পয়েন্ট।
সিডনি টেস্টে ১৩১ ও ৮১ রানের ইনিংসে স্মিথের রেটিং বেড়েছে ২৩। বিরাট কোহলিকে তিনে নামিয়ে স্মিথ উঠে এসেছেন দুই নম্বরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলে দেশে ফেরা কোহলি হারিয়েছেন ৯ রেটিং পয়েন্ট।
বোলারদের র্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গাটা অক্ষুন্ন রেখেছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। পরের তিন স্থানও অপরিবর্তিত। স্টুয়ার্ট ব্রড দ্বিতীয়, নিল ওয়াগনার তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন টিম সাউদি।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে বেন স্টোকস। জেসন হোল্ডারকে তিনে নামিয়ে দুইয়ে উঠেছেন রবীন্দ্র জাদেজা। চার নম্বর স্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।