অনলাইন ডেস্ক : উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানো যাবে না। তার মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে এমনটা কারণ দেখিয়ে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার আবেদন নাকচ করে দিয়েছেন লন্ডনের একটি আদালতের বিচারক ভ্যানেসা বারাইটসার। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, জুলিয়ান অ্যাসাঞ্জের বয়স এখন ৪৯ বছর। ২০১০ থেকে ২০১১ সালের মধ্যে তিনি হাজার হাজার গোপন সরকারি ডকুমেন্ট ফাঁস করে দেন। যুক্তরাষ্ট্রের দাবি, এর মাধ্যমে তিনি আইন ভঙ্গ করেছেন এবং জনজীবন ঝুঁকিতে ফেলেছেন। এ জন্য তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার দাবি করা হয়েছে। কিন্তু এই দাবির বিরুদ্ধে লড়াই করছেন অ্যাসাঞ্জ।
তিনি বলেছেন, তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে বৃটিশ আদালতের সোমবারের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।