অনলাইন ডেস্ক : আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নতুন ধরণের আরেকটি করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
এ নিয়ে আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের পক্ষ জানানো হয়েছে যে নতুন ধরণের এই করোনা নিয়ে তদন্ত প্রয়োজন । এটি যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকায় পাওয়া নতুন ধরণের করোনার চেয়ে আলাদা।
এ নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের প্রধান জন নেকেনগাসং বলেন, এটা যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকায় পাওয়া নতুন করোনার চেয়ে আলাদা। আমাদেরকে সময় দিন। এ নিয়ে তদন্ত প্রয়োজন।
বার্তা সংস্থা এপি জানিয়েছে যে, গত ৩ আগস্ট এবং ৯ অক্টোবর নাইজেরিয়ার ওসুন রাজ্য থেকে সংগ্রহ করা দুই রোগীর নমুনায় এই করোনার এই নতুন রূপটি পাওয়া গিয়েছে।
সম্প্রতি যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকাতেও আলাদা দুটি নতুন করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। এর ফলে দেশগুলোতে দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ।