অনলাইন ডেস্ক : স্কটল্যান্ডে মহামারির মধ্যে এনএইচএসসহ অন্যান্য সম্মুখযোদ্ধাদের বিনামূল্যে খাবার সরবরাহ করে ‘কোভিড কমিউনিটি হিরো’ হিসেবে স্বীকৃতি এবং পুরস্কার পেয়েছেন মতিন খান ও তার ছেলে হাবিবুর। মতিন খান স্কটল্যান্ডের মিডথোলিয়ান শহরে ‘ইতিহাস’ নামের একটি ভারতীয়-বাংলাদেশি রেস্টুরেন্টের মালিক। তার ছেলে হাবিবুরেরও ‘রাধুনি’ নামের একটি রেস্তোরা রয়েছে। মহামারি চলাকালীন এই দুই রেস্টুরেন্ট থেকে অন্তত ১০ হাজার ডলারের খাবার বিনামূল্যে সরবরাহ করা হয়। এই কাজের স্বীকৃতি হিসেবে পিতাপুত্রকে পুরস্কৃত করেছে বৃটেনের জাতীয় বাণিজ্য ম্যাগাজিন ‘কারি লাইফ’। মিডথোলিয়ান এডভাইজার নামের একটি ওয়েবসাইটে পিতাপুত্রের এই অর্জনের সংবাদ প্রচারিত হয়েছে। এতে আরো জানানো হয়েছে, মহামারির মধ্যে মতিন ও তার পুত্র হাবিবুর তাদের রেস্টুরেন্টে মোট বিক্রির ২৫ শতাংশ বৃটেনের শিশু তহবিলের জন্য বরাদ্দ রেখেছিল। তারা তাদের ক্রেতাদেরও এই তহবিলে অর্থ প্রদানে উৎসাহিত করতো।
এভাবেই তারা স্থানীয়দের মধ্যে কোভিড হিরো হিসেবে পরিচিত হয়ে উঠতে শুরু করে।