অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার জালান তেব্রউ শহরে ৩৯ বছর বয়সী এক স্থানীয় ব্যক্তির সঙ্গে মারামারি করে পালিয়ে বেড়াচ্ছেন এক বাংলাদেশি নাগরিক।
শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে দুজনে মারামারি করেন। মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বেরনামা জানিয়েছে, মারামারির ভিডিও ফেইসবুকে ভাইরাল হওয়ার পর পুলিশ বাংলাদেশি নাগরিককে ধরতে অভিযানে নেমেছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। পরে গণমাধ্যমে বিবৃতি দিয়ে তার সন্ধান চাওয়া হয়েছে।
জোহর বারুর সহকারী কমিশনার মোহাম্মদ পদজলি মোহাম্মদ জাইন বিবৃতিতে বলেন, ‘শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর মাথায়, হাতে এবং পায়ের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।’
প্রতিবেদনে বলা হয়েছে, মার খাওয়া স্থানীয় ব্যক্তি সুলতানা আমিনাহ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশি ব্যক্তি স্থানীয়কে ধাতব পদার্থ দিয়ে পিটিয়েছে। অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ভুক্তভোগীর আগে থেকে পরিচয় ছিল না।’
বিপজ্জনক অস্ত্র দিয়ে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে ওই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে। পেনাল কোডের ৩২৬ ধারায় তদন্ত চলছে।