স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বড় বড় টুর্নামেন্টের আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত আইসিসির টুর্নামেন্টগুলোর মধ্য থেকে অন্তত একটি আসর আয়োজন করতে আত্মবিশ্বাসী পাকিস্তান।

পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান রোববার জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও ওমেন্স বিশ্বকাপের আয়োজক হতে আমরা প্রস্তুত আছি।

ওয়াসিম খান জানিয়েছেন আইসিসি সম্প্রতি ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত ২৮টি ইভেন্টস আয়োজনের জন্য দরপত্র আহ্বান করেছে। আমাদের বিশ্বাস আইসিসি বিগ থ্রির (ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত) চেয়ে আরও বেশি দেশ যাতে এ টুর্নামেন্টের আয়োজক হতে পারে সেই চিন্তাই করবে।

ডনকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম খান আরও বলেছেন, আমরা আইসিসির অন্তত একটি বড় টুর্নামেন্ট আয়োজন করতে চাই। টুর্নামেন্ট পাব কিনা তা বোঝার ক্ষেত্রে আমাদের হাতে অনেক সময় আছে। তবে আমরা আশাবাদী।

প্রসঙ্গত, ২০০৯ সালে লাহোরে শ্রীলংকান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তান সফরে যেতে সাহস পাচ্ছে না ক্রিকেট খেলুড়ে দলগুলো।

সেই ঘটনার পর দেশে ক্রিকেট ফেরাতে অনেক চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইতোমধ্যে জিম্বাবুয়ে, শ্রীলংকা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান ক্রিকেট দলকে নিয়ে ঘরের মাঠে সিরিজ আয়োজন করেছে পাকিস্তান। তবে দক্ষিণ আফ্রিকাসহ বিগ থ্রির তিন দেশ- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতকে এখনও পাকিস্তানে নিতে পারেনি পিসিবি। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজন করে সেই খড়া ঘুচাতে চায় পাকিস্তান।