অনলাইন ডেস্ক : শারীরিক প্রতিবন্ধিতা জয় করে বাড়িতে বসে ফ্রিল্যান্সিংয়ের কাজ করে স্বাবলম্বী হয়ে সাড়াজাগানো মাগুরার ‘বিস্ময় তরুণ’ ফাহিম-উল করিম (২২) গত বুধবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিরল ডুচেনেমাসকিউলার ডিসট্রফি (ডিএমডি) রোগে ভুগছিলেন।
ফাহিমের বাবা রেজাউল করিম জানান, দেশের বাইরে নিয়ে ফাহিমকে উন্নত চিকিৎসা করাতে পারলে পুরোপুরি সুস্থ না হলেও শারীরিক অবস্থার কিছুটা হলেও উন্নতি হতো। কিন্তু অর্থের অভাবে তিনি তা করাতে পারেননি।
অষ্টম শ্রেণিতে পড়াবস্থায় বিরল এ রোগে আক্রান্ত হয়ে ফাহিমের গোটা শরীর অচল হয়ে যায়। সচল থাকে শুধু মাথা ও ডান হাতের দুটি আঙুল। এগুলো কাজে লাগিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে তিনি মাসে ৫০ হাজার টাকা আয় করেন। কাজের দক্ষতার জন্য জনপ্রিয় ফ্রিল্যান্সার ফাহিম বিশ্বের ৩০ থেকে ৩৫টি দেশে কাজ করতেন। হয়েছিলেন সফল ফ্রিল্যান্সার। তাকে ‘বিস্ময় তরুণ’ আখ্যা দেওয়া হয়। তার কাজে খুশি হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে ফাহিমকে ল্যাপটপ উপহার দিয়েছিলেন।