অনলাইন ডেস্ক : জম্মু ও কাশ্মীরের আকাশসীমার ঢুকে পড়া পাকিস্তানি ‘কোয়াডকপ্টার’ (চালকবিহীন ড্রোন-হেলিকপ্টার) গুলি করে নামিয়ে আনার দাবি করেছে ভারতীয় সেনা সদস্যরা।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আজ শনিবার সকাল ৮টার দিকে কুপওয়াড়ার কেরান সেক্টরে নিয়ন্ত্রণরেখার (এলওসি) অদূরে সেটিকে নামানো হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ‘কোয়াডকপ্টার’টি চীনা কোম্পানি ডিজেআই নির্মিত ‘ম্যাভিক-২ প্রো’ মডেলের।

সেনা সদস্যরা ধারণা করছেন, নজরদারির উদ্দেশ্যেই ড্রোনটি পাঠিয়েছিল পাকিস্তানি সেনারা। সেটি ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে নিচ দিয়ে উড়ছিল। নিয়ন্ত্রণরেখায় নজরদারি এবং কাশ্মীরে অনুপ্রবেশকারী জঙ্গিদের অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে নিয়মিত ড্রোন এবং ‘কোয়াডকপ্টার’ ব্যবহার করে পাকিস্তানি সেনা এবং আইএসআই।

গত জুনে কাঠুয়া সেক্টরের পানেসরে ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়া ৮ ফুট লম্বা একটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামিয়েছিল টহলদার বিএসএফ বাহিনী। সেটি থেকে স্বয়ংক্রিয় রাইফেলসহ প্রচুর গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল।