অনলাইন ডেস্ক : করোনা মহামারীতে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ইতালিতে ফিরতে টিকিট বিক্রি শুরু করেছে তুরস্কের বিমান সংস্থা টার্কিস এয়ার। এ উদ্যোগের ফলে অনেক চিন্তার অবসান হলো প্রবাসীদের। কারণ ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা, লকডাউনসহ নানা কারণে দেশে এসে আটকা পড়া প্রবাসীরা কর্মস্থলে ফেরা নিয়ে চিন্তিত ছিলেন। আবার অনেকের ভিসার মেয়াদও ফুরিয়ে আসছিল। ফলে টার্কিস এয়ারের এ উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন তারা।
গত রবিবার থেকে ঢাকার গুলশানে টার্কিশ এয়ারওয়েজের তরফ থেকে ফর্ম বিলি করে টিকিট ইস্যু করা হচ্ছে। কেউ কেউ এয়ারওয়েজের বেঁধে দেওয়া নিয়ম মেনে ফর্ম ফিলাপ করে টিকিটও পেয়েছেন। যদিও কেউ কেউ টিকিট না পেয়ে কিছুটা অনিশ্চয়তায় ভুগছেন।
জানা গেছে, গত শনিবার থেকেই ইতালি প্রবাসীদের মধ্যে বিমানের টিকিট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এতে অগ্রাধিকার পাচ্ছেন সেসব প্রবাসী যাদের রেসিডেন্স কার্ড অর্থাৎ বাংলাদেশে থাকার মেয়াদোত্তীর্ণ হয়েছে। এখন পর্যন্ত ২৫০ জনের আবেদনের ভিত্তিতে
তাদের আগাম টোকেন দেওয়া হয়েছে। সেই টোকেন দেখিয়ে গতকাল টিকিট নিয়েছেন তারা। রেসিডেন্ট কার্ডের মেয়াদ শেষ হওয়া ছাড়াও যারা ইতালি ফিরতে চান, তাদেরও টিকিট দেওয়া হবে বলে জানিয়েছে টার্কিশ এয়ারওয়েজ।
গতকাল এমন অনেকেই টিকিট সংগ্রহের জন্য লাইন দিয়েছিলেন টার্কিশ এয়ারের অফিসের সামনে, যাদের বাংলাদেশে থাকার মেয়াদ মার্চ বা এপ্রিলে শেষ হয়ে গেছে। কিন্তু লকডাউনের কারণে ফিরতে পারেননি। তেমনই একজন জানালেন, টার্কিশ এয়ারের মাধ্যমে তিনি ফেরার টিকিট পেয়েছেন কোনো ভোগান্তি ছাড়াই। আগামী ১ নভেম্বর ইতালিগামী বিমানে উঠবেন। এর ৭২ ঘণ্টা আগে অবশ্য তাকে কোভিড পরীক্ষার ফল জমা দিতে হবে।
টার্কিশ এয়ারওয়েজ জানিয়েছে, ৩০ নভেম্বরের মধ্যে যাদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ শেষ তাদের আগে টিকিট দেওয়া হচ্ছে। ঢাকা থেকে ইস্তাম্বুল হয়ে ইতালির পাঁচটি জায়গায় বিমান পরিষেবা চালু হবে। এ ছাড়া বাংলাদেশস্থ তুরস্ক দূতাবাসের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে রোমে ফ্লাইট পরিচালনার জন্য রেজিট্রেশন শুরু করেছে।
গতকাল টার্কিশ এয়ারওয়েজের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকাস্থ ইতালি দুতাবাসের প্রদত্ত তথ্য অনুযায়ী ৯ জুলাই তারিখের আগে ইস্যুকৃত যে কোনো বৈধ রেসিডেন্ট কার্ডধারী বাংলাদেশি সে দেশে প্রবেশের দিন থেকে ন্যূনতম ৭২ ঘণ্টার ভেতরে গ্রহণ করা কোভিড-১৯ মুক্ত মেডিক্যাল সনদ নিয়ে ইতালি যেতে পারবেন। তবে ইতালি পৌঁছে সবাইকে ১৪ দিন নির্ধারিত স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই সঙ্গে বিমানবন্দর থেকে নিজ নিজ অবস্থানে যেতে বাস বা ট্রাম ব্যবহার না করে ব্যক্তিগত বাহন ব্যবহারেরও নির্দেশনা রয়েছে। এসব শর্ত পালনে সক্ষম যাত্রীদেরই পূর্ববর্তী বাতিল ফ্লাইটের টিকিটের তারিখ পরিবর্তন করে নতুন যাত্রার তারিখ দেওয়া হবে। পূর্ববর্তী টিকিটের তারিখ পরিবর্তনে ইচ্ছুক যাত্রী সবার বৈধ রেসিডেন্ট কার্ডের মেয়াদের ভিত্তিতে অগ্রাধিকার তালিকা প্রণয়ন করে সেবা প্রদান করা হবে। সে ক্ষেত্রে প্রথম পর্যায়ে শুধু ৩০ নভেম্বর তারিখের আগে মেয়াদ শেষ হতে চলা যাত্রীদের নিজ নিজ ট্রাভেল এজেন্সি কিংবা ঢাকাস্থ তার্কিশ এয়ারলাইন্সের অফিসে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।