স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ৬-১ গোলে জিতেছে টটেনহ্যাম। মরিনহোর দল তাদের দিনে এমনটা করে দেখাতেই পারে। কিন্তু অ্যাস্টন ভিলার মাঠে লিভারপুলের ৭-২ গোলের হারকে মেনে নেওয়া কঠিন।
সর্বশেষ লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। অসাধারণ দল। সেই দলের কোচ একজন জার্গেন ক্লপ। বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী ক্লাব। সেই ক্লাবের এমন হার! ভেতরে তো নিশ্চয় কিছু আছে। সেই ব্যাপারটা হলো অ্যাস্টন ভিলার মাঠ ভিলা পার্ক।
লিভারপুল বস জার্গেন ক্লপের মতো ওই মাঠে খেলে হারলেও দলের কেউ যে নতুন করে ইনজুরিতে পড়েননি সেটাই অনেক। ম্যাচের আগে অবশ্য ইনজুরিতে পড়েছেন অলরেডস গোলরক্ষক অ্যালিসন বেকার। দেড় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষক।
সাবেক স্কটিশ ফুটবলার, কোচ এবং স্কাই স্পোর্টসের ফুটবল বিশ্লেষক গ্রায়েম সউনেস মনে করছেন, লিভারপুলের এভাবে বিধ্বস্ত হওয়ার কারণ অ্যাস্টন ভিলার মাঠ ভিলা পার্কের লম্বা লম্বা ঘাস। শীর্ষ ক্লাবের ফুটবলাররা দ্রুতগতির মাঠ পছন্দ করেন। কিন্তু লিভারপুলের গতি রুখতেই ভিলা মাঠের ঘাস বড় রাখতে পারে। তিনি বলেছেন, ‘আমি বলতেই পারি, মাঠ দুই দলের জন্যই তো একই ছিল। কিন্তু বড় দলগুলো ছোট ঘাষের দ্রুত গতির মাঠে খেলে অভ্যাস্ত।’
লিভারপুল কোচ জার্গেন ক্লপ ম্যাচ শেষে জানিয়েছেন, তিনি কোন অজুহাত দেবেন না। সাদিও মানে নেই। সেটা কোন সমস্যা নয়। তিনি যে দলই নামাক, ৭ গোল খাবেন এটা মানতেই পারছেন না। অ্যাস্টন ভিলা সত্যিই খুব খুবই ভালো খেলেছে। কিন্তু লিভারপুলও তাদের গোল দিতে সহায়তা করেছে। লিভারপুল বস তার ডিফেন্ডারদের দোষ দেখছেন ওই হারে। স্কুল শিক্ষার্থীদের মতো তারা ডিফেন্স করেছে বলে উল্লেখ করেছেন জার্মান কোচ।