অনলাইন ডেস্ক : গত ১লা জানুয়ারি ২০২২ থেকে টরন্টোস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস বাংলাদেশী কানাডিয়ানদের নো-ভিসা রিকোয়ার্ড (NVR) এর জন্য নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুযায়ী, এখন থেকে কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বাংলাদেশে যাবার জন্য নো-ভিসা নিতে হলে মেয়াদ সম্পন্ন পাসপোর্ট থাকতে হবে। উল্লেখ্য, এই নিয়মের পূর্বে, এমন কাউকে বাংলাদেশে যেতে হলে বাংলাদেশী পাসপোর্ট থাকলেই হতো, সেখানে মেয়াদ উত্তীর্ণ বা মেয়াদ সম্পন্ন কোন বিষয় ছিল না। নতুন আরোপিত এই নিয়ম প্রবাসী বাংলাদেশীদের মনে ক্ষোভের সঞ্চার করেছে।
বাস্তব অবস্থা পর্যালোচনা করলে দেখা যায়, অধিকাংশ বাংলাদেশী কানাডার নাগরিকত্ব গ্রহণ করার পর এবং কানাডার পাসপোর্ট পাবার পর তাদের বাংলাদেশের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে তারা নতুন করে বাংলাদেশের পাসপোর্ট নবায়ন করেন না। কারণ অনেকেই দুটো পাসপোর্ট রাখতে চান না। কিন্তু বর্তমানে এই নতুন নিয়মের ফলে কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা নো-ভিসা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এমন একটা অবান্তর নিয়মের ফলে অনেকেই জরুরী প্রয়োজনে বাংলাদেশে যেতে পারছেন না। ভোগান্তির শিকার হয়েছেন এমন অনেকেই বাংলা কাগজ এ ফোন করে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অনেকেই জানিয়েছেন, তারা কনস্যুলেট জেনারেল অফিসে ফোন করে এ বিষয়ে জানার জন্য কাউকে পাচ্ছেন না।
প্রসঙ্গত উল্লেখ করা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রসহ, ইউরোপের যে সব দেশে প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা বেশী সে সব দেশে প্রবাসী বাংলাদেশীদের নো-ভিসা রিকোয়ার্ড (NVR) এর জন্য কানাডায় প্রবর্তিত এমন নিয়ম নেই। কানাডার প্রতিবেশী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের ওয়েবসাইটে (www.bdcgny.org) দেখা যায় নো-ভিসা পাবার নিয়মাবলী অনেক সহজ এবং প্রবাসী বান্ধব। সেখানে দেখা যায়, নো-ভিসা পাবার জন্য বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে, সেখানে মেয়াদ সম্পন্ন বা মেয়াদ উত্তীর্ণের কোন উল্লেখ নেই। শুধু উল্লেখ আছে, মেশিন রিডেবল পাসপোর্ট হলে শুধু প্রথম পৃষ্ঠার ফটোকপি এবং অন্য পাসপোর্ট হলে ১ থেকে ৫ পৃষ্ঠার ফটোকপি প্রয়োজন পড়ে। সেই সাথে এটা উল্লেখ আছে, কারো পাসপোর্ট না থাকলে তাদের বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদের কপি অথবা দ্বৈত নাগরিকত্বের সনদের কপি অথবা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের কপি দেখালেই নো-ভিসার জন্য আবেদন করতে পারবে।
হঠাৎ করে নো-ভিসা’র (NVR) জন্য কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কেন মেয়াদ সম্পন্ন পাসপোর্টের প্রয়োজন হবে তার কোন উত্তর টরন্টোস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস থেকে পাওয়া যায় নি। এমন অভিযোগ করেছেন বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশী। জনৈক বাংলাদেশী কানাডিয়ান জানান, তিনি অটোয়াস্থ বাংলাদেশ হাই কমিশনে ফোন করে হাই কমিশনারের সাথে এ বিষয়ে কথা বলেন। তিনি হাই কমিশনারের কাছে জানতে চান, প্রবাসীদের ভোগান্তির এই নিয়মটি বাংলাদেশ সরকারের নির্দেশে হয়েছে না হাই কমিশনার নিজে করেছেন। উত্তরে হাই কমিশনার বলেন, তিনি সেটা বলবেন না। অথচ তথ্য অধিকার আইনে, এটা জানার অধিকার নাগরিকদের আছে। প্রবাসী কানাডিয়ানদের দাবী, নো-ভিসার এই নতুন নিয়ম বাতিল করে তাদের বাংলাদেশে যাবার ভোগান্তি দূর করতে অবিলম্বে কানাডাস্থ বাংলাদেশ হাই কমিশন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।