অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে অভিযান চালিয়ে ৯ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার জেনিনে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয় ইসরায়েলি সেনাদের। এ সময় তাদের ওপর লক্ষ্য করে গুলি ছোড়ে ইসলরায়েল সেনাবাহিনী। খবর বিবিসি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিনের পরিস্থিতি উত্তপ্ত। ইসরায়েলি হামলায় অনেকে আহত হয়েছেন। তাদের হাসপাতালে আনা হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে এ হামলার ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

পশ্চিম তীরের জেনিনে গত বছর থেকে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। সেখানে প্রতিরোধ যোদ্ধারা সংগঠিত হচ্ছে এমন অভিযোগ তাদের।

হামলায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী হামাস এবং ইসলামী জিহাদ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াই করছে।

বৃহস্পতিবার ৯ জন নিহত হওয়ার মাধ্যমে এ বছর ইসরায়েলিদের হাতে ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ জনে। যার মধ্যে আছে ৫ শিশু।