Home রকমারি ৯২ বছরে ফের ৬৬ পেরোনো প্রেমিকাকে বিয়ে করছেন রুপার্ট মারডক

৯২ বছরে ফের ৬৬ পেরোনো প্রেমিকাকে বিয়ে করছেন রুপার্ট মারডক

অনলাইন ডেস্ক : খুব শীঘ্রই পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মিডিয়া মুঘল ও বিলিয়নেয়ার রুপার্ট মারডক। নিউ ইয়র্ক পোস্টে সোমবার (২০ মার্চ) প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, তিনি অ্যান লেসলি স্মিথের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।

মারডক গসিপ বিষয়ক কলামিস্ট সিন্ডি অ্যাডামসকে তিনি বলেছিলেন, সেপ্টেম্বরেই ক্যালিফোর্নিয়ার বেল এয়ারে মোরাগা এস্টেট পরিদর্শনের সময় তার সঙ্গে লেসলি স্মিথের প্রথম সাক্ষাৎ হয়।

সিন্ডিকে মারডক বলেন, ‘আমি খুব নার্ভাস ছিলাম। আমি প্রেমে পড়ার ভয় পেয়েছিলাম। কিন্তু আমি জানতাম এটিই আমার শেষ প্রেম। এটি চমৎকার, আমি খুশি।’

এই বছরের গ্রীষ্মের শেষের দিকে জুটি বাঁধতে চায় তারা। মারডক এ বিষয়ে বলেছেন, ‘আমরা দুইজনের আমাদের জীবনের দ্বিতীয়ার্ধ একসঙ্গে কাটাতে উন্মুখ।’

অ্যান লেসলি স্মিথ এর আগে চেস্টার স্মিথকে বিয়ে করেছিলেন, যিনি ছিলেন একজন গায়ক, রেডিও ও টেলিভিশন এক্সিকিউটিভ। যিনি ২০০৮ সালে মারা যান।

মারডকের ৬৬ বছর বয়সী এ বাকদত্তা বলেন, ‘রুপার্টের মতো, আমার স্বামীও একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় পত্রিকায় কাজ করেছেন, রেডিও ও টেলিভিশন চ্যানেল প্রতিষ্ঠা করেছেন। তাই আমি রুপার্টের ভাষাতেই কথা বলি এবং একই বিশ্বাস শেয়ার করি।’

ফক্স, প্লেবয় সহ বিশ্বের অনেক নামী সংবাদ প্রতিষ্ঠান ও বিনোদন সংক্রান্ত প্রতিষ্ঠানের মালিক রুপার্ট মারডক এর আগে সাবেক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট প্যাট্রিসিয়া বুকার। সাংবাদিক আনা মারডোক, উদ্যোক্তা ওয়েন্ডিং ডেং ও মডেল জেরি হলকে বিয়ে করেন।

গত বছরের আগস্টে সবশেষ স্ত্রী জেরি হলের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয়। প্রথম ৩ স্ত্রীর সঙ্গে মারডকের মোট ৬ সন্তান রয়েছে।

Exit mobile version