স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যক্তিগত ৮ হাজার রানের রেকর্ড গড়লেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তবে ৬২ রান করে সাজঘরে ফিরেছেন তিনি, তখন বাংলাদেশের রান ১১৯। এ রান তুলতে তিনি ৮৮ বল খেলেছেন, হাঁকিয়েছেন নয়টি চার। তামিমের পর মাঠে নেমেছেন এনামুল।
এর আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ফিল্ডিং নেয় জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হয়।
বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার নিয়ে। একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম। এ ছাড়া নাজমুল হোসেন শান্তর পরিবর্তে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন।