Home আন্তর্জাতিক ৮১ নোবেল বিজয়ীর সমর্থন পেলেন বাইডেন

৮১ নোবেল বিজয়ীর সমর্থন পেলেন বাইডেন

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৮১ নোবেল পুরস্কার বিজয়ীর সমর্থ পেলেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। রসায়ন, পদার্থ এবং চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ী এসব বক্তিত্ব একটি খোলা চিঠিতে তাদের সমর্থনের কথা জানিয়েছেন। তারা বাইডেনকে বিনয়ী ও বিশেষজ্ঞদের মতামত শুনতে আগ্রহী ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন।

চিঠিতে তারা স্পষ্ট করে বলেন, আমরা যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই। খবর সিএনএনের

বাইডেন বিশেষজ্ঞদের কথা শোনেন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে তার হাত প্রসারিত বলে উল্লেখ করে বিজ্ঞানীরা বলেন, আমাদের এখন বিজ্ঞানের দিকে নজর দেয়া খুব বেশি প্রয়োজন। অতীতে কখনোই এতোটা দরকার ছিল না। বাইডেন এই বাস্তবতাকে ঠিক মতো অনুধাবন করতে পারেন বলে আমাদের বিশ্বাস।

নোবেলবিজয়ী এই সমর্থকরা বলেন, যুক্তরাষ্ট্রের মেধাভিত্তিক জীবনযাত্রায় অভিবাসীরা অনেক অবদান রাখছেন। বাইডেনের কাছে তাদের আলাদা সম্মান রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

Exit mobile version