বিনোদন ডেস্ক : পর্দা উঠেছে ৭৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ফ্রান্সের সমুদ্র পাড়ের শহর কানে মঙ্গলবার (১৬ মে) বাংলাদেশ সময় রাত ১১টায় ‘পালে দে ফেস্তিভ্যাল’-এর গ্র্যান্ড থিয়েটারে শুরু এবারের জমকালো আসর।
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ও প্রভাবশালী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আগে টানা দুই ঘণ্টা চলে লালগালিচায় তারকা-শিল্পী-কুশলীদের পদচারণ ও ফটোশুট। এবারের আসরে অংশ নিয়েছেন বলিউড সুন্দরীরাও।
২০২৩ সালে কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করলেন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা। ডেবিউতেই সকলের নজর কেড়েছেন তিনি। প্রথম দিনের রেড কার্পেটে ডিজাইনার নিকলাস জেব্রানের সাদা গাউনে ভক্তদের মাতিয়ে দিয়েছেন তিনি। গাইনের থাই হাই স্লিট পোশাকটিতে আলাদা মাত্রা যোগ করেছে। খুব সাধারণ এবং কম অ্যাক্সেসরি ব্যবহার করে একটি মিনিমালিস্ট লুক রেখেছিলেন তিনি।
এশা ভারতের অফিশিয়াল প্রতিনিধি দলের অংশ হিসাবে চলচ্চিত্র উৎসবে যোগদান করছেন এবং উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী চলচ্চিত্র জিন ডু ব্যারি-র প্রিমিয়ারে অংশগ্রহণ করেছেন। এই সিনেমার মাধ্যমে পর্দায় প্রত্যাবর্তন করলেন বিখ্যাত অভিনেতা জনি ডেপ।
এশা গুপ্তা লেবাননের ফ্যাশন ডিজাইনার নিকোলাস জেব্রানের পোশাকের পাশাপাশি ফ্রেড প্যারিশ জুয়েলারি সংগ্রহ থেকে একটি সাদা আংটি এবং কানের দুলের একটি সেট পরেছিলেন।
প্রথমবার কান ফিল্ম ফেস্টিভালের রেডকার্পেটে হাঁটলেন সারা আলি খান। প্রথম দিনেই সকলের নজর কাড়েন অভিনেত্রী। সোমবারই পাড়ি দিয়েছিলেন ফ্রান্সের কানে। গতকাল পোস্ট করেছিলেন সেখানকার ছবি। তবে মঙ্গলবার রেড কার্পেটে সাবেকি পোশাকে দেখা গেলেও রাতের পার্টিতে একেবারে বদলে ফেললেন লুক। কানের মঞ্চে সাবেকি ভারতীয় পোশাকেই ধরা দিলেন তিনি। এদিন আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা লেহেঙ্গা পরেন সারা। অফ হোয়াইটের উপর সাদা সুতোর কাজ করা সেই লেহেঙ্গা পরে সারা প্রশংসা কুড়িয়ে নিলেন সকলের।
তবে কেউ কেউ তাকে ট্রলও করলেন। অনেকেই লিখেছেন, ‘সারার লুক ছিল বিয়ের কনের মতো। কানে ভারতীয় পোশাক পরা খুবই প্রসংশনীয় কিন্তু এটা বিয়ের লুক।’ রেড কার্পেটের পরেই জনি ডেপের ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন সারা। সেখানে তার পরনে ছিল হার্ট শেপের অফ শোল্ডার গাউন।
প্রথম দিন রেডকার্পেটে নজর কাড়েন আরেক ভারতীয় অভিনেত্রী উর্বশী রাউতেলা। তার পরনে ছিল গোলাপী গাউন তবে তাঁর নেকপিস ছিল সকলের নজরে।
এছাড়াও এবছর প্রথমবার হাজির ছিলেন মিস ওয়ার্ল্ড মানুসী চিল্লর। সাদা রঙের গাউনে তিনি ছিলেন নজরকাড়া।