স্পোর্টস ডেস্ক : মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও মাহমুদ উল্লাহ রিয়াদ- গত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছেন তারা। অবশেষে তাতে ছেদ পড়েছে। ৫ হাজার ৫১১ দিন পর পঞ্চপান্ডবকে ছাড়া মাঠে নামলো বাংলাদেশ দল। টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন মাশরাফি। সাকিব আল হাসান নিউজিল্যান্ড সফরে নেই। তামিম ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরেছেন। চোটের কারণে প্রথমে ছিটকে যান মুশফিক। আর বৃহস্পতিবার ম্যাচের আগে ছিটকে যান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদ উল্লাহ।
আর তাতেই নতুন যুগের সূচনা।
সিনিয়র পাঁচ ক্রিকেটার ছাড়া কেমন হবে বাংলাদেশ দল তা নিয়ে প্রায়শই আলোচনায় মাতেন ক্রিকেটবোদ্ধারা। আলোচনা বাস্তবে রূপ দিয়ে ৪৪১ ম্যাচ পর ২২ গজে টাইগাররা। ২০০৬ সালের ২৮শে ফেব্রুয়ারি। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সর্বশেষ পাঁচ মহাতারকাকে ছাড়া খেলেছিল বাংলাদেশ। সেই টেস্টে কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরলিধরন ছুঁয়েছিলেন ১ হাজার আন্তর্জাতিক উইকেটের মাইলফলক। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই টেস্টের পর বাংলাদেশ তিন সংস্করণে খেলেছে ৪৪১ ম্যাচ। যার প্রতিটিতেই পঞ্চপান্ডবের অন্তত একজন ছিলেন ২২ গজে। আর টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার পাঁচ মহাতারকার কাউকে ছাড়া খেলার অভিজ্ঞতা হলো বাংলাদেশের।