Home আন্তর্জাতিক ৪৮ উইঘুর মুসলিমকে চীনে ফেরত পাঠালো থাইল্যান্ড, জাতিসংঘের নিন্দা

৪৮ উইঘুর মুসলিমকে চীনে ফেরত পাঠালো থাইল্যান্ড, জাতিসংঘের নিন্দা

অনলাইন ডেস্ক : আপত্তি উপেক্ষা করে অন্তত ৪৮ উইঘুর মুসলিমকে থাইল্যান্ড থেকে চীনে ফেরত পাঠানোর ঘটনাকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলেছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা। একে অপপ্রচার বলে তীব্র নিন্দা জানিয়েছে চীনের পররাষ্ট্র দফতর।

সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার সংস্থার মুখপাত্র লিজ থ্রসেল বলেছেন, মানবাধিকার আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থার পরিচালক ভলকার তুর্ক।

চীনে ফেরত পাঠানো অনেককে ২০১৪ সাল থেকে খুব অমানবিক অবস্থায় বন্দিশালায় আটকে রাখে থাইল্যান্ড। দুর্দশাময় পরিস্থিতির কারণে বন্দিশালায় অন্তত পাঁচজনের মৃত্যুর তথ্যও জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা। আর কোনো উইঘুরকে চীনে ফেরত পাঠানো হবে না; এমন নিশ্চয়তা দিতে থাইল্যান্ডের প্রতি আহ্বানও জানানো হয়েছে।

উইঘুর মুসলিমদের নির্যাতনের তথ্যকে সুস্পষ্ট অপপ্রচার বলেছে চীনের পররাষ্ট্র দপ্তর। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ২০১৪ সালে অন্তত ৩০০ চীনা অনুপ্রবেশকারীর মধ্য থেকে ৪৮ জনকে ফেরত পাঠিয়েছে থাইল্যান্ড। চীনা মুখপাত্রের অভিযোগ, শিনজিয়াংয়ে উইঘুর মুসলমিদের ওপর নির্যাতনের অপপ্রচার করে কেউ কেউ রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছে।

Exit mobile version