অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সউদী আরব সফরে যাচ্ছেন, যা ৪০ বছর পর প্রথম। এই সফরে দিল্লি ও রিয়াদ উভয়ের মধ্যে কমপক্ষে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ এটি প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রীর সউদী আরবে এই দীর্ঘ সময় পর সফর হতে যাচ্ছে।

মোদি মঙ্গলবার (২২ এপ্রিল) সউদী আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সউদের সাথে বৈঠক করবেন। বৈঠকে ভারতীয় হজযাত্রীদের কোটাসহ বিভিন্ন হজ বিষয় নিয়ে আলোচনা হবে। এ ছাড়াও, উভয় দেশের মধ্যে মহাকাশ, জ্বালানি, স্বাস্থ্য, বিজ্ঞান ও বৈজ্ঞানিক গবেষণা, সংস্কৃতি এবং উন্নত প্রযুক্তি খাতে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, বাণিজ্য, বিনিয়োগ, এবং প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চলমান রয়েছে, যা এক গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

মোদির এই সফরের অংশ হিসেবে, গভীর রাত পর্যন্ত সউদী আরবের কর্মকর্তাদের সঙ্গে এক ডজনেরও বেশি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলে। এই চুক্তি গুলি সরকারের উচ্চ পর্যায়ে স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। মোদির সফরের আগে, ভারত ও সৌদি আরবের মধ্যে সুরক্ষিত বাণিজ্য সম্পর্কের প্রসার ঘটানোর জন্য কয়েকটি নতুন চুক্তির প্রস্তুতি চলছে। সউদী আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে এই সফর বাস্তবায়িত হচ্ছে, যা দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে।

সউদী আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুহেল আজাজ খান জানিয়েছেন, জেদ্দা শহরটি ভারত ও সউদী আরবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হিসেবে কাজ করছে, বিশেষ করে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য। এটি মক্কার প্রবেশদ্বার হওয়ায়, এখানে আগত যাত্রীরা সহজে মক্কা পৌঁছাতে পারেন। মোদির এই সফর এক নতুন দিক নির্দেশ করবে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য, যা আগামীদিনে আরও শক্তিশালী হতে পারে।