স্পোর্টস ডেস্ক : ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার আগে থেকেই ছিল তার। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে নতুন এক রেকর্ড গড়ে বসলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত রাতে ৪০ কোটি ফলোয়ার ছাড়িয়েছে তার ইনস্টাগ্রামে। তবে রোনালদো জানালেন, এখানেই থামতে চান না তিনি, আরও ১০-২০ কোটি ছাড়িয়ে যাবে ফলোয়ারের সংখ্যা আশা করলেন তিনি।
৩৭ বছর বয়সী এই তারকার ফলোয়ারের সংখ্যা এখন ৪০ কোটি ৪০ লাখ। ইনস্টাগ্রামে নতুন এক মাইলফলক ছুঁয়ে তিনি ভক্তদের ধন্যবাদ জানিয়ে একটা ভিডিও প্রকাশ করেন। সোমবার রাতে প্রকাশিত ৩০ সেকেন্ডের এই ভিডিওতে তিনি বলেন, ‘হ্যালো বন্ধুরা, ৪০ কোটি! বাহ, কি দারুণ একটা সংখ্যা! এখন আমি বলতেই পারি সুউউউউউ (রোনালদোর বিশেষ উদযাপন)।’
ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যার দিক থেকে সাবেক রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ও স্পোর্টিং লিসবন তারকার পরে আছেন কাইলি জেনার। যুক্তরাষ্ট্রের এই মডেল ও টিভি ব্যক্তিত্বের ফলোয়ার সংখ্যা ৩১ কোটি ২০ লাখ। তবে রোনালদো যে এর চেয়ে বেশি তৃপ্তি পাবেন পরের ব্যক্তির ফলোয়ার দেখে, তা বলাই বাহুল্য। এ তালিকার তিনে আছেন লিওনেল মেসি। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৩০ কোটি ৮০ লাখ।
রোনালদো আরও জানান, ইনস্টাগ্রামে এই মাইলফলক ছোঁয়ার মুহূর্তটা তার জন্যও দারুণ। বলেন, ‘এটা দুর্দান্ত, আমার জন্য দারুণ একটা মুহূর্ত। আপনারা ছাড়া এটা সম্ভব ছিল না মোটেও। হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে বলতে চাই ধন্যবাদ। এমনটা ধরে রাখুন আপনারা।’
শেষ কিছু দিনে মাঠে নৈপুণ্য দেখানোর পাশাপাশি ইনস্টাগ্রামেও সমানতালে সক্রিয় রোনালদো। ব্যক্তিগত ঘটনা হোক, কিংবা মাঠের কোনো কিছু, দলের জয়ে হোক কিংবা হারের পর রোনালদোর ভাষাগত নৈপুণ্যের প্রমাণ পাওয়া যায় তার ইনস্টাগ্রামে। ধারণা করা হচ্ছে, সে কারণেই তার ফলোয়ারের সংখ্যা আকাশ ছুঁয়েছে শেষ কিছু দিনে।
এ কাজ চালিয়ে যাবেন রোনালদো। বললেন, ‘আমার জীবনের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগাভাগি করব আমি। আমার জীবনের সবকিছুই ভাগ করবো, কারণ আপনারা এর যোগ্য। আপনাদের আরও একবার ধন্যবাদ। এবার আরও ১০-২০ কোটি ছুঁয়ে ফেলা যাক!’