Home খেলাধুলা ৩৫ লাখ টাকা খরচে মসজিদ নির্মাণ করলেন সাকিব

৩৫ লাখ টাকা খরচে মসজিদ নির্মাণ করলেন সাকিব

অনলাইন ডেস্ক : বরাবরই ধর্মের প্রতি সাকিব আল হাসানের অনুরাগের বিষয়টি সংবাদমাধ্যমে উঠে এসেছে। হজ, ওমরাহ’র পাশাপাশি ইসলামিক দীক্ষাও নিতে দেখা গেছে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।

এবার নিজ জেলা মাগুরার আলোকদিয়ার বারাশিয়ায় নানাবাড়ি এলাকায় মসজিদ নির্মাণ করে দিয়েছেন সাকিব।

গত বছরের এপ্রিলে মসজিদটি উদ্বোধন করা হয়। তবে বিষয়টি প্রচারে আসুক এটা সাকিব চাননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরার আলোকদিয়ার বারাশিয়ায় নানার বাড়ি এলাকায় মসজিদটি নির্মাণ করেছেন সাকিব। বারাশিয়া পূর্বপাড়া জামে মসজিদটি নির্মাণে প্রায় ৩৫ লাখ টাকার মতো খরচ হয়েছে। একতলা বিশিষ্ট ওই মসজিদের ভেতরে ছয়টি কাতার করা হয়েছে। প্রতি কাতারে ৪০ জনের মতো মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

মসজিদটি উদ্বোধনের পর থেকে সেখানে ইমামতি করছেন মুফতি মো. আতিক উল্লাহ। তিনি জানান, নানাবাড়ি এলাকায় সাকিবের এ মহত কাজে এলাকাবাসী খুবই খুশি।

Exit mobile version