স্পোর্টস ডেস্ক : দলীয় ৪৮ রানে সারেল এরউইয়ের বিদায়ের পর প্রতিরোধ গড়ে তোলেন ডিন এলগার ও কিগান পিটারসেন। টাইগার বোলারদের সামনে দৃঢ় ব্যাটিংয়ে ৬৮ রানের জুটি গড়েন তারা। দলীয় ১১৬ রানে এলগারকে ফেরান তাসকিন আহমেদ। এরপর মাত্র ৩২ রানের মধ্যে ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা।
দলীয় ১২৬ রানে কিগান পিটারসেনকে (৩৬) ফেরান মেহেদী হাসান মিরাজ। এরপর টেম্বা বাভুমাকে (৪) ফেরান ইবাদত। ৫২.১ ওভারে কাইল ভেরেইনকে নিজের দ্বিতীয় উইকেটে পরিণত করেন মিরাজ।
৬১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৭৫ রান। বাংলাদেশের চেয়ে ২২৬ রানে এগিয়ে স্বাগতিকরা।
এলগারকে আউট করে স্বস্তি ফেরালেন তাসকিন
ডারবান টেস্টের চতুর্থ দিনের শুরুতে সারেল এরউইকে ফেরান ইবাদত হোসেন। কিগান পিটারসেনের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ে তোলেন ডিন এলগার।
অবশেষে ক্রিজে সেট হওয়া প্রোটিয়া অধিনায়ককে আউট করে স্বস্তি ফেরালেন তাসকিন আহমেদ।
৩৭.৩ ওভারে এলগারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাসকিন। ১০২ বলে ৭ বাউন্ডারিতে ৬৪ রান করেন এলগার।
৪২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১২৫ রান। বাংলাদেশের চেয়ে ১৯৪ রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা।
দক্ষিণ আফ্রিকার চেয়ে ৬৯ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে লিড শতরান ছাড়ায় সারেল এরউই ও ডিন এলগার জুটিতে। ওপেনিং পার্টনারশিপ ভাঙলেন ইবাদত হোসেন। তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরলেন এরউই।
দক্ষিণ আফ্রিকার ৩৬৭ রানের বিপরীতে ব্যাট করতে নেমে ২৯৮ রান তোলে বাংলাদেশ। তৃতীয় দিনের শেষাংশে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে ৪ ওভার খেলে ৬ রান তোলে প্রোটিয়ারা। এরউই এবং এলগার উভয়ই ৩ রানে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ইনিংস বেশি লম্বা করতে পারেননি এরউই। ১৮.৩ ওভারে তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ইবাদত। শুরুতে আউটের আবেদনে সাড়া দেননি ম্যাচ আম্পায়ার। পরে রিভিউয়ের মাধ্যমে পরিবর্তন হয় সিদ্ধান্ত।
১৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫২ রান। ১২১ রানে এগিয়ে স্বাগতিকরা।