Home আন্তর্জাতিক ২ হাজার গাজাবাসী পেলেন বিনা খরচে হজের সুযোগ

২ হাজার গাজাবাসী পেলেন বিনা খরচে হজের সুযোগ

অনলাইন ডেস্ক : গাজার আরও ১ হাজার অধিবাসীকে বিনা খরচে হজের সুযোগ দিয়ে একটি রাজকীয় ডিক্রি জারি করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। গেলো মে মাসেও ১ হাজার ফিলিস্তিনিকে বিনা খরচে হজ পালনের সুযোগ দেয়ার ঘোষণা করেছিলো সৌদি আরব।

বাদশাহ সালমানের রাজকীয় নির্দেশে বলা হয়েছে, গাজা উপত্যকার শহীদদের পরিবার থেকে হজযাত্রীদের সৌদি আরবে আনার জন্য ‘হোস্টিং ইনিশিয়েটিভ ফর পিলগ্রিমস ফ্রম দ্য ফ্যামিলিস অব মার্টায়ার্স অ্যান্ড দ্য ওউন্ডেড ফ্রম দ্য গাজা স্ট্রিপ’ উদ্যোগ নিয়েছে সৌদি আরব।

নতুন এই ঘোষণার মধ্য দিয়ে নিমন্ত্রণ করা ফিলিস্তিনির সংখ্যা দাঁড়ালো ২ হাজার। সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ বলেছেন, গাজার জনগণ যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, তা কিছুটা দূর করাই এই উদ্যোগের লক্ষ্য।

এদিকে, আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া হজের আগে সৌদি নিরাপত্তা বাহিনী মক্কা নগরী থেকে কয়েক লাখ অনিবন্ধিত হজযাত্রীকে বের করে দিয়েছে। তারা ভ্রমণ ভিসায় সৌদি আরবে আসেন এবং হজ পালনের জন্য তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ছিলো না।

সূত্র: আরব নিউজ

Exit mobile version