Home আন্তর্জাতিক ২৭ বছর পর দিল্লি দখলের পথে বিজেপি

২৭ বছর পর দিল্লি দখলের পথে বিজেপি

অনলাইন ডেস্ক : দীর্ঘ ২৭ বছর পর দিল্লি দখলের পথে রয়েছে বিজেপি। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্দ ভোট গণনার গতি-প্রকৃতি সেই কথাই বলছে। ওই সময় পর্যন্ত মোট ৭০ আসনের মধ্যে বিজেপি এগিয়ে আছে ৪৮ আসনে এবং আম আদমি পার্টি (আপ) ২২ আসনে। তবে কংগ্রেস এখনো কোনো আসন নিশ্চিত করতে পারেনি।

এনডিটিভির খবর অনুযায়ী, ভোট গণনা শুরুর তিন ঘণ্টার মধ্যে ৭০টি আসনের মধ্যে বিজেপি ৪৮টি আসনে এগিয়ে রয়েছে এবং আপ ২২টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস আবারও শূন্য হাতে থাকার পথে।

এবারের নির্বাচনে আপের ব্যাপক ভরাডুবি দলের শীর্ষ নেতাদেরও ডুবিয়েছে। দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং সাবেক উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া যথাক্রমে নয়াদিল্লি ও জংপুরা আসনে হেরে গেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী অতিশি কালকাজিতে পিছিয়ে আছেন। ওই আসনে বিজেপির রমেশ বিধুরি এগিয়ে রয়েছেন।

অরবিন্দ কেজরিওয়াল বিজেপির প্রতিদ্বন্দ্বী পারভেশ সাহেব সিংয়ের কাছে হেরে গেছেন। তাকে মুখ্যমন্ত্রী পদে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।

অবশ্য ভোটের পরপরই বিজেপির জয়ের আভাস দিয়েছিল ব্যুথ ফেরত জরিপ সংস্থাগুলো। যদিও ভারতীয় এসব সংস্থার অধিকাংশ পূর্বাভাসই আগে ভুল প্রমাণিত হয়েছে। তবে এবার সত্য হবে বলে মনে হচ্ছে।

Exit mobile version