অনলাইন ডেস্ক : ব্রিটেনের দুই গণিতবিদ লটারি জেতার এক অভিনব উপায় আবিষ্কারের দাবি করেছেন। সেই নিয়ম মেনে লটারির টিকিট কিনলে পুরস্কার নিশ্চিত। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্যের ওই দুই গণিতবিদ এমন একটি পদ্ধতি আবিষ্কার করেছেন যার মাধ্যমে সাড়ে চার কোটি সম্ভাবনার মধ্যে ২৭টি টিকিট কেটেই বাজিমাত করা সম্ভব। ওই ২৭ টি টিকিট কিনতে খরচ করতে হবে মাত্র ৬৯ ডলার।

ব্রিটেনের ন্যাশনাল লটারি জেতার ওই উপায় বের করেছেন সে দেশেরই দুই ব্রিটিশ গণিতবিদ ও ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড স্টেওয়ার্ট এবং ডেভিড ক্রাশিং। তাদের দাবি ২৭টি লটারির টিকিট কাটলেই পুরস্কার নিশ্চিত।

এ বিষয়ে ওই দুই গণিতবিদ বলেছেন, ইউকে ন্যাশনাল লটারিতে ৬টি ভিন্ন নম্বর থাকে। ১ থেকে ৫৯-এর মধ্যে থাকে সেগুলো। এই সংখ্যার মধ্যেই ৬টি সংখ্যা বেছে নেওয়া হয়। পুরস্কার পেতে ৬টি সংখ্যার মধ্যে ন্যূনতম ২টি সংখ্যা মিলতে হয়। দেখা গেছে ২৭টি টিকিট কিনলে একটি পুরস্কার জেতার নিশ্চয়তা দেয়া যেতে পারে। তবে এর চেয়ে একটি কম টিকিটেও এই নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।

তবে নম্বরের মধ্যে কোন ২৭টিকে বেছে নিতে হবে, তার জন্যই কৌশল রয়েছে। সেই বিশেষ কৌশল মেনে লটারির টিকিট কিনতে পারলেই রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য। মূলত সসীম জ্যামিতিক পদ্ধতি প্রয়োগ করে এ কৌশল তৈরি করা হয়েছে।