Home রকমারি ২৩ বছর বয়সে ১১ সন্তানের মা, ইচ্ছা ১০৫ সন্তানের!

২৩ বছর বয়সে ১১ সন্তানের মা, ইচ্ছা ১০৫ সন্তানের!

অনলাইন ডেস্ক : মাত্র ২৩ বছর বয়সেই ক্রিস্টিনা নামের এক তরুণী ১১ সন্তানের মা হয়েছেন। শিশুর প্রতি ভালোলাগা আর ভালোবাসা থেকে ওই তরুণীর প্রত্যাশা, একশ পাঁচজন সন্তানের মা হবেন তিনি।

জানা গেছে, ওই তরুণীর পুরো নাম ক্রিস্টিনা উজটার্ক। তার স্বামীর গালিপ উজটার্ক। জর্জিয়ায় স্থায়ীভাবে বসবাস করেন তারা। তাদের জর্জিয়ায় বড় একটি হোটেল রয়েছে। ই দম্পতির অর্থের কোনো অভাব নেই। ক্রিস্টিনাসহ তার স্বামীও বাচ্চা খুব ভালোবাসেন। তাই তারা দু’জনেই চান, বহু সন্তান তাদের সংসারে আসুক।

জর্জিয়ায় গর্ভ ভাড়া বেআইনি নয়। ক্রিস্টিনার ১১ সন্তানের মধ্যে ১০ জনেরই জন্ম হয়েছে অন্য নারীর গর্ভ ভাড়া নিয়ে। তাদের মধ্যে শুধু একটি সন্তান ক্রিস্টিনার গর্ভে বেড়ে উঠেছে। ক্রিস্টিনা জানান, ছয় বছর আগে একজন কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সেই সন্তানের নাম ভিকা। ভিকার পর তাদের সব সন্তান অন্য নারীর গর্ভে বেড়ে উঠেছে। ১০ সন্তানের জন্য মোট ৮০ হাজার ইউরো খরচ হয়েছে।

Exit mobile version