Home আন্তর্জাতিক ২২ বছর পরেও মুসলমানরা ঘৃণা-বৈষম্যের শিকার

২২ বছর পরেও মুসলমানরা ঘৃণা-বৈষম্যের শিকার

অনলাইন ডেস্ক : ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার ২২ বছর পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের মুসলমানরা এখন বৈষম্য এবং ঘৃণার শিকার হচ্ছেন। আমেরিকার বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার নিয়ে কাজ করে এমন একটি সংস্থা এসব জানিয়েছে। আমেরিকান-ইসলামিক রিলেশন্সের (সিএআইআর) এর ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা হুসাম আয়লোশ বলেন, `২২ বছর পর, দুর্ভাগ্যবশত, ইসলামভীতি আমাদের সমাজে শিকড় গেড়েছে। আমাদের দেশের কিছু অংশে কাঠামোগত বর্ণবাদ জেঁকে উঠেছে।

তিনি সংবাদমাধ্যম আনাদোলুকে বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসকারী আনুমানিক ৫০ লাখ মুসলমানদের মধ্যে প্রায় ১০ লাখ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বসবাস করে। মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে হয়রানি এবং কুসংস্কার ৯/১১ হামলার দুই দশক পরেও সক্রিয় রয়েছে।`

ক্যালিফোর্নিয়ার ৫০ শতাংশের বেশি মুসলিম শিক্ষার্থী শুধুমাত্র মুসলমান হওয়ার জন্য সরকারি স্কুলে কোনো না কোনো ধরনের মৌখিক এবং শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন।

এছাড়া প্রায় ১৬ লাখ মুসলিম সরকারের নজরধারী সংক্রান্ত তালিকায় রয়েছেন শুধু তাদের নামে ইসলামিক হওয়ার কারণে। এই ধরনের নিপীড়নের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারের নেয়া ব্যবস্থা দায়ী বলেও উল্লেখ করেন তিনি।

বিমানবন্দরে মুসলমানদের হয়রানি করা হচ্ছে, এফবিআই তল্লাশি চালাচ্ছে এবং সেই সঙ্গে মসজিদে তথ্যদাতা লাগিয়েছে এবং এফবিআই এবং সিআইএর মতো ফেডারেল গোয়েন্দা সংস্থাগুলোকে সিরিয়া, লিবিয়া এবং সুদানের মতো অন্যান্য দেশের অভিবাসীদের ওপর নজরধারী চালাতে অনুমতি দিয়েছে।

এফবিআই-এর পরিসংখ্যান মতে অনুযায়ী, ৯/১১ হামলার পরপরই মুসলমানদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ ভয়ঙ্করভাবে বেড়ে যায়। এক বছরের ব্যবধানে তা হয়ে যায় এক হাজার ৬১৭ শতাংশের বেশী।

Exit mobile version