Home বিনোদন ২০ বছরের ছেলের বাবা-মা ইমরান হাশমি ও সানি লিওন!

২০ বছরের ছেলের বাবা-মা ইমরান হাশমি ও সানি লিওন!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা ইমরান হাশমি ও অভিনেত্রী সানি লিওন কবে বিয়ে করলেন সে খবর জানেনি কেউ। বাস্তব জীবনে তারা আসলেই বিয়ে না করলেও তাদের নাকি রয়েছে ২০ বছর বয়সী এক ছেলে! আর এ ছেলে নাকি পড়ালেখা করছেন মুজাফরনগরের একটি কলেজে!

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত ধনরাজ মাহাতো ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র কুন্দন কুমার। ২০ বছর বয়সী এ ছাত্র মুজাফফরনগরের মিনাপুর ব্লকের বাসিন্দা। তার অ্যাডমিট কার্ডে বাবা-মায়ের নামের জায়গায় রছে ইমরান হাসমি, সানি লিওনের নাম। ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে স্থানীয় যৌনপল্লী চতুর্ভুজ স্থানের।

কুন্দন কুমারের সেই অ্যাডমিট কার্ডের ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে কলেজ কর্তৃপক্ষ। কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ‘পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খুব অদ্ভুত একটা বিষয়। হতে পারে ওই ছাত্র নিজেও এই কাজ করতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখার পরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’

ভারতে এমন ঘটনা নতুন নয়। গত বছর পিএইচইডি বিহার জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষার মেধা তালিকাতেও সানি লিওনের নাম উঠে এসেছিল। সেখানে তিনি ৯৮.৫ শতাংশ নম্বর পেয়েছিলেন। আর কলকাতার দুই তিনটি কলেজে অ্যাডমিশনের মেধা তালিকাতেও ছিল সানি লিওন, মিয়া খালিফাদের নাম।

Exit mobile version