Home আন্তর্জাতিক ২০২০ সালকে অশ্রুসিক্ত বছর বললেন জাতিসংঘ মহাসচিব

২০২০ সালকে অশ্রুসিক্ত বছর বললেন জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক : ২০২০ সালকে কষ্ট, নির্মমতা এবং অশ্রুসিক্ত বছর বলে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে নিজেদের মধ্যে এবং প্রকৃতিতে শান্তি প্রতিষ্ঠা করি। জলবায়ু পরিবর্তন মোকাবিলা করি। করোনা ভাইরাস সংক্রমণ রোধ করি। ২০২১ সালকে আরোগ্যের বছর হিসেবে প্রতিষ্ঠা করি।

সোমবার বছর সমাপনী ভাষণে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘চলমান বছরে করোনা ভাইরাসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দরিদ্রতা, অসমতা এবং দুর্ভিক্ষ বেড়েছে।’
তিনি আরও বলেন, ২০২১ সালে জাতিসংঘের প্রধান উদ্দেশ্য ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণকে সর্বাধিক গুরুত্ব দেয়া।

Exit mobile version