অনলাইন ডেস্ক : আগামী ২রা জুন, বৃহস্পতিবার কানাডার সবচেয়ে জনবহুল প্রভিন্স অন্টারিও’তে ৪৩তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রভিন্সের মোট ১২৪টি নির্বাচনী আসনে নির্বাচিত হওয়ার জন্য প্রভিন্সের প্রধান চার রাজনৈতিক দল ইতোমধ্যে তাদের নির্বাচনী প্রচারণা শেষ পর্যায়ে নিয়ে এসেছে। প্রধান চার রাজনৈতিক দল প্রগ্রেসিভ কনজারভেটিভ অফ অন্টারিও (পিসি), দ্য অন্টারিও নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), দ্য অন্টারিও লিবারেল পার্টি এবং গ্রীণ পার্টি অব অন্টারিও’র প্রধান নেতৃবৃন্দ ডগ ফোর্ড, এন্ড্রিয়া হরওয়াথ, স্টিভেন ডেল ডুকা এবং মাইক শ্রেইনার নিজ নিজ দলকে জেতানোর জন্য অন্টারিওবাসীর সামনে তুলে ধরেছেন অন্টারিও প্রভিন্সের মানুষের উন্নয়নের জন্য তাঁরা কী কী পদক্ষেপ গ্রহণ করবেন।

নির্বাচনী প্রচারণায় এই চার রাজনৈতিক দল থেকে যে সব বিষয়ের উপর বিশেষ জোর দেয়া হয়েছে, সেগুলো হচ্ছে, লং টার্ম কেয়ার হোম, আবাসন ব্যবস্থা, শিশু সেবা এবং শিক্ষা, পরিবহন, জলবায়ু, ট্যাক্স, চাকুরী এবং মহামারী প্রতিরোধ। উল্লেখ্য, ২০১৮ সালের গত নির্বাচনে অন্টারিও প্রভিন্সের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কনজারভেটিভ পার্টি সরকার গঠন করে এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এনডিপি প্রধান বিরোধী দলের দায়িত্ব পালন করে। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সব সচেতন মহল মনে করে, করোনা পরবর্তী এক উন্নয়নশীল অন্টারিও’র জন্য অন্টারিও’র জনগণের কাছে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।