অনলাইন ডেস্ক : আগামী ১৯শে আগস্ট, শনিবার ১৯০ রেল সাইড টরন্টো প্যাভিলিয়ান অডিটোরিয়াম এ ‘বাংলাদেশ ব্যান্ড এসোসিয়েশন অফ কানাডা’ (BBAC) এবং ম্যাপলউড নেবোরকেয়ার এন্টারটেইনমেন্ট এর আয়োজনে ‘বাংলা রক ফেস্ট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উল্লেখ্য, বিবিএসি’র সাথে যুক্ত টরন্টোর ৭টি বাংলা ব্যান্ড গ্রæপ এই কনসার্ট এ অংশ নিবে।
গত ১১ই আগস্ট, শুক্রবার সন্ধ্যায় টরন্টোর স্পাইসী গ্রীল রেস্টুরেন্ট এ এক ‘মীট এন্ড গ্রীট’ এ আয়োজকরা এই ঘোষণা দেন। এ অনুষ্ঠানে টরন্টো বাংলা নিউজ চ্যানেল, মিডিয়া পার্টনার, স্পন্সরস, ব্যান্ড মেম্বার্স ছাড়াও অনেক শুভার্থী উপস্থিত ছিলেন।
BBAC র পরিকল্পনা ভবিষ্যতেও যেন তারা এমন আরো অনেক ব্যান্ড নিয়ে এগিয়ে যেতে পারে, টরন্টো তে আরো অনেক পুরোনো এবং নতুন বাংলা ব্যান্ড আছে যাদের সবাইকে একত্র করাই BBAC’র উদ্দেশ্য।
উল্লেখ্য, গত বছর বাংলা রক ফেস্ট এ BBAC’র সাথে ছিল ফরহাদ মিশু আর তার টীম, বলা বাহুল্য অনেক দিন পরে যেন দেশের আমেজে একটি বাংলা রক কনসার্ট টরন্টোর দর্শকরা উপভোগ করেছেন। ঠিক সেই ভাবে এবার BBAC’র সাথে আছে ‘ম্যাপলউড নেবোরকেয়ার এন্টারটেইনমেন্ট’ (MapleWood NeighbourCare Entertainment)।
উপস্থিত স্পন্সরদের মধ্যে ব্যারিষ্টার রিজুয়ান রহমান, রিয়েলটর ওমর রেজয়ান, ব্যারিষ্টার আরিফ ইমতিয়াজ, রিয়েলটর হিশাম চিশতি, ব্যারিষ্টার সাকিব, ডাঃ তারিক গভীর আশাবাদ ব্যক্ত করেন রক ফেস্টিভ্যাল নিয়ে।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দেশে-বিদেশের সম্পাদক নজরুল মিন্টো, নতুন দেশ এর সম্পাদক শওগাত আলী সাগর, প্রবাসি টিভির আরিফ আহমেদ, দিন ইসলাম, এনআর বি টিভি’র শহিদুল ইসলাম মিন্টু, এসিবি ড্যানিয়াল।
ব্যান্ড মেম্বার্সদের উৎসাহিত এবং প্রশংসা করতে উপস্থিত ছিলেন টরন্টো সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ শোয়েব মর্তূজা, শহীদ খন্দকার টুকু, ম্যাক আজাদ, রিমন ইসলাম, ফরহাদ আহমেদ মিশু, উজ্জল দাস, সানজিদ অনিক, হামিদ, বাবলু চৌধুরি, সবুজ চৌধুরি, ফারহানা খান, শরিফ আলি, সামিন এবং মেসি চৌধুরি। এ বছর বিবিএসি (BBAC) রক ফেস্ট এর অংশগ্রহণকারী ব্যান্ড দলগুলো; ‘Iron’, ‘Clef’, ‘Jhor’, ‘Crack Platoon’, ‘Jantrik’, ‘Band 4’, ‘Sector 2.0’, ‘Manush’ BBAC এবং ‘ম্যাপলউড নেবোরকেয়ার এন্টারটেইনমেন্ট’ সবাইকে অনুষ্ঠানে এসে হৃদয়ের স্পন্দন জাগানোর জন্য আমন্ত্রণ জানান।