বিনোদন ডেস্ক : ১৭ কোটি টাকার হীরার আংটিতে বাগদান সেরেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী প্যারিস হিলটন। দীর্ঘদিনের প্রেমিক কার্টার রেইমের সঙ্গে ব্যক্তিগত মালিকানাধীন দ্বীপে পাড়ি জমিয়েছিলেন ৪০ বছর বয়সী প্যারিস। সেখানেই তাদের বাগদান সম্পন্ন হয়।
প্যারিস হিলটনের জন্মদিন ছিল গত ১৭ ফেব্রুয়ারি। এ দিনটিতে প্রেমিক কার্টার রেইমে তাকে নিয়ে যান তাদের ব্যক্তিগত মালিকানাধীন দ্বীপে। সেখানে প্যারিস হিলটনকে বিয়ের প্রস্তাব দেন কার্টার। প্রেমিকের প্রস্তাবে সম্মতি দিতে দেরি করেননি প্যারিস হিলটন।
জন্মদিনের অনুষ্ঠানে প্যারিসের পরনে ছিল সাদা রঙের পোশাক আর মাথায় মুকুট। কার্টারের পরনে ছিল সাদা স্যুট।