বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র ক্যামেরাম্যান তারেক মাসুদ ও মিশুক মুনীর এর দশম মৃত্যুবার্ষিকী আগামী ১৩ই আগস্ট। ২০১১ সালের ১৩ই আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে আরো তিনজন সহকর্মীসহ এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তাঁরা প্রাণ হারান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ১৯৫৬ সালে ফরিদপুর জেলার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালে শিল্পী এস এম সুলতানের জীবন ও কর্ম নিয়ে তিনি তাঁর প্রথম প্রামাণ্য চলচ্চিত্র ‘আদমসুরত’ নির্মাণ শুরু করেন। চলচ্চিত্রটি ১৯৮৯ সালে মুক্তি পায়। তাঁর প্রথম চলচ্চিত্রের ক্যামেরাম্যান হিসেবে কাজ করেন মিশুক মুনীর। ১৯৯৫ সালে নির্মিত বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক তাঁর প্রামাণ্য চলচ্চিত্র ‘মুক্তির গান’ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ব্যাপক প্রশংসা অর্জন করে। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য প্রামাণ্য চলচ্চিত্রসমূহ হচ্ছে, ‘মুক্তির কথা’, ‘তাহাদের কথা’, ‘নারীর কথা’ ও ‘কানসাটের পথে’। তাঁর নির্মিত কাহিনী চলচ্চিত্র ‘মাটির ময়না’ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উত্সব ‘কান’ এ ক্রিটিক এওয়ার্ড অর্জন করে। এ ছাড়াও চলচ্চিত্রটি পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ উত্সবে সম্মানিত হয়। তারেক মাসুদ এর অন্যান্য উল্লেখযোগ্য কাহিনী চলচ্চিত্রসমূহ হচ্ছে; ‘অন্তর্যাত্রা’, ‘রানওয়ে’ ও ‘নরসুন্দর’। বাংলাদেশ সরকার তাঁকে ২০১২ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে।
১৯৫৯ সালে ঢাকায় জন্ম নেয়া মিশুক মুনীর বাংলাদেশের চলচ্চিত্রে ক্যামেরাম্যান হিসেবে বিশেষ কৃতিত্ব অর্জন করেন। চলচ্চিত্রে ক্যামেরায় কাজ করা ছাড়াও তিনি বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতায় এক নতুন দিগন্ত উম্মোচিত করেন। বাংলা সাহিত্যের খ্যাতনামা নাট্যকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী সন্তান মিশুক মুনীর প্রায় এক দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেন। তিনি বাংলাদেশের একুশে টেলিভিশন, বিবিসি, ইংল্যান্ডের চ্যালেন ফোর, কানাডার রিয়েল নিউজ, সিবিসি এবং ডিসকোভারী হেলথ এ কাজ করেন। মৃত্যুর সময়ে তিনি বাংলাদেশের এটিএন নিউজ এর সিইও হিসেবে কর্মরত ছিলেন। কানাডার চলচ্চিত্র নির্মাতা পল জে ও নিলোফার পাজিরা নির্মিত ‘রোড টু কান্দাহার’ প্রামাণ্য চলচ্চিত্রে তিনি ডিরেক্টর অব সিনেমাটোগ্রাফী হিসেবে কাজ করেন। ২০১২ সালে বাংলাদেশ সরকার মিশুক মুনীরকে মরণোত্তর একুশে পদকে সম্মানিত করেন। মিশুক মুনীর দীর্ঘদিন কানাডার টরন্টো শহরে বসবাস করেছেন।
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ই আগস্ট তারেক মাসুদ এর নির্মিতব্য কাহিনী চলচ্চিত্র ‘কাগজের ফুল’ এর শুট্যিং লোকেশন থেকে ফেরার পথে বাংলাদেশের মানিকগঞ্জে সেই মর্মান্তিক দূর্ঘটনা সংঘটিত হয়।
তারেক মাসুদ ও মিশুক মুনীরের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১৩ই আগস্ট, শুক্রবার টরন্টো ফিল্ম ফোরাম এর কার্যালয়ে (৩০০০ ড্যানফোর্থ এভিনিউ, ইউনিট-৪) সন্ধ্যা ৭টা এবং রাত সাড়ে ৮টায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টরন্টো ফিল্ম ফোরামের সদস্যদের সম্মিলিত উদ্যোগে নির্মিত ৩৫ মিনিটের প্রামাণ্যচিত্র ‘আমার ৫০’ এর প্রদর্শনী হবে। প্রদর্শনী দুটি সবার জন্য উন্মুক্ত থাকবে।