অনলাইন ডেস্ক : ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকার মিষ্টি দই খেয়ে মুগ্ধ হয়েছেন। অন্যদিকে পুরান ঢাকার বাকরখানি খেয়ে মুগ্ধ হয়েছেন নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন।

সম্প্রতি জার্মানি ও নরওয়ের রাষ্ট্রদূত দই ও বাকরখানি খেয়ে তাদের অনুভূতির কথা জানান সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।

জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার একটি টুইটে হাড়িভর্তি দইয়ের ছবি শেয়ার করে লেখেন, ঢাকায় মোটা হওয়া থেকে বাঁচার কোনো সুযোগ নেই। জীবনে প্রথমবারের মতো কেউ মিষ্টি দই খাওয়াল, কী যে সুস্বাদু!

আরেকটি টুইটে ‘১০ সেকেন্ড পরে’ লিখে খালি হাড়ির ছবি শেয়ার করেছেন ট্র্যোস্টার। অর্থাৎ, তিনি বোঝালেন ১০ সেকেন্ডেই এক হাঁড়ি দই শেষ করেছেন!

অন্যদিকে নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন টুইটে জানান, এক বছর আগে বাংলাদেশে আসার পর আজ প্রথমবারের মতো পুরান ঢাকায় গেলাম। প্রথম বাকরখানির স্বাদ উপভোগ করলাম। আমি আবারও আসব।

মাসখানেক হলো জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকায় এসেছেন। অন্যদিকে এক বছরের কিছুটা বেশি সময় আগে ঢাকায় রাষ্ট্রদূত হয়ে আসেন নরওয়ের এসপেন রিকটার।