Home খেলাধুলা ১০০ বছরের মধ্যে প্রথম যে কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ান সাঁতারু

১০০ বছরের মধ্যে প্রথম যে কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ান সাঁতারু

স্পোর্টস ডেস্ক : ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক চলছে প্যারিসে। সেখানে নীল জলে চোখ সবার। সাঁতার ইভেন্টে বুঁদ ক্রীড়ানুরাগীরা। এবারের সাঁতার ডিসিপ্লিনে ৪০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণপদক জয় করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাস।

যুক্তরাষ্ট্রের কেটি লেডিকি ও কানাডার সামার ম্যাকিন্টোশকে পেছনে ফেলে প্যারিস অলিম্পিক সাঁতারে মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলের সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার টিটমাস।

জানা গেছে, গত ১০০ বছরের মধ্যে ৪০০ মিটার ফ্রিস্টাইলে টানা দুই অলিম্পিকে স্বর্ণজয়ের কীর্তি গড়া প্রথম নারী সাঁতারু টিটমাস।

এছাড়া ডন ফ্রেজারের পর প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে সাঁতারের কোনো ইভেন্টে টানা দুইবার অলিম্পিকে স্বর্ণপদক জয়ের কীর্তিও এখন টিটমাসের। ১৯৫৬ থেকে ১৯৬৪ পর্যন্ত টানা তিন অলিম্পিকে ১০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণপদক জয় করেন ফ্রেজার।

 

Exit mobile version