Home আন্তর্জাতিক ১০০তম জন্মদিনে করোনার টিকা

১০০তম জন্মদিনে করোনার টিকা

অনলাইন ডেস্ক : করোনার টিকা নিয়ে নিজের ১০০তম জন্মদিন পালন করলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক রয় লেজেল। গত বুধবার ছিল লেজেলের ১০০তম জন্মদিন। ওই দিনই ডেভনের নিজ বাড়িতেই টিকা নেন লেজেল।

বিবিসি জানাচ্ছে, লেজেলের জন্মদিন উপলক্ষে গত সপ্তাহের বুধবার বেশ কিছু আত্মীয় এবং পরিবারের অন্য সদস্যরা রয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আর সেই দিনই টিকা নেওয়ার ডাক পড়ে তার।

নিজের জন্মদিনকে এভাবে পালন করতে পেরে স্বভাবতই খুশি রয়। তিনি বলেন, ১০০তম জন্মদিন প্রতিদিন আসে না। কভিড পরিস্থিতিতে জন্মদিনে এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না বলেও জানান তিনি।

তিনি জানান, জন্মদিন উপলক্ষে পরিবারের সদস্যরা এসেছিলেন। তাদের সঙ্গে সময় কাটাতে পেরে খুব ভালো লেগেছে। আর সেই দিনই টিকা নিয়েছি। এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল এয়ারফোর্সের কমব্যাট ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছেন রয়।

গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে যুক্তরাজ্যে করোনার টিকা দেওয়া। করোনার এই টিকা কার্যক্রমকে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় পরিসরের টিকা কার্যক্রম হিসেবে অভিহিত করা হচ্ছে।

করোনার সম্মুখসারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্যকর্মী, ৮০ বছরের বেশি বয়স্ক লোকজন ও কেয়ারহোমের কর্মীরা সবার আগে করোনার টিকা পাচ্ছেন।

দেশটিতে টিকা দেওয়ার স্থান হিসেবে প্রাথমিকভাবে ৫০টি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনা টিকা প্রদানের কার্যক্রম শুরুকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন।

করোনাভাইরাস রুখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ম্যাট হ্যানকক। এ ছাড়া এনএইচএসের টিকা প্রদান কার্যক্রমের সময় সবাইকে স্থানীয় বিধিনিষেধ অনুসরণ করতে বলেছেন তিনি।

Exit mobile version