অনলাইন ডেস্ক : জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বইমেলা। ১৩ নভেম্বর (বুধবার) বইমেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন শিল্পী মতলুব আলী।
কেক কেটে নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭১তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তৃতা করেন কবি তমিজউদ্দীন লোদী, মুক্তিযোদ্ধা মেজর (অব.) এহসান উল্লাহ, প্রথম আলোর উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী, সাংস্কৃতিক কর্মী গোপাল সান্যাল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন মুক্তধারা নিউইয়র্কের কর্ণধার বিশ্বজিৎ সাহা। ২৮ নভেম্বর পর্যন্ত নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এই বইমেলা চলবে। এ উপলক্ষে মুক্তধারা নিউইয়র্ক পাঠকদের জন্য ১৫ শতাংশ বিশেষ মূল্যহ্রাসে বই বিক্রি করছে।