অনলাইন ডেস্ক : আগের চারটি ম্যাচেই পরাজিত হয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে নূন্যতম লড়াই পর্যন্ত করতে পারছিল না। এমন অবস্থায় শঙ্কা জেগেছিল হোয়াইটওয়াশ হওয়ার। তবে সেটি আর হয়নি। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে অজিদের ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা।

রবিবার (২০ ফেব্রুয়ারি) মেলবোর্নে টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় তারা। জবাবে ১ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

দলটির পক্ষে সর্বোচ্চ ৬৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কুশাল মেন্ডিস। এছাড়া অধিনায়ক দাসুন শানাকা ৩৫, আসালাঙ্কা ২০ ও পাথুম নিসাঙ্কা ১৩ রান করেন। অজি বোলারদের মধ্যে কেন রিচার্ডসন ২টি ও অ্যাশটন অ্যাগার একটি উইকেট নেন। বাকি দুটি রানআউট।

এর আগে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার হয়ে ম্যাথু অয়েড অপরাজিত ৪৩, গ্লেন ম্যাক্সওয়েল ২৯, জস ইংলিশ ২৩, ডানিয়েল সামস ১৮ ও মার্কাস স্টয়নিস ১৭ রান করেন। লঙ্কান বোলারদের মধ্যে লাহিরু কুমারা ২টি, দুষ্মেন্ত চামিরা ২টি, চামিকা করুণারাত্নে ১টি ও জয়াউইকরামা একটি উইকেট শিকার করেন।

ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন কুশাল মেন্ডিস ও সিরিজ সেরা হয়েছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।