হিমাদ্রী রয় : ঢুন্ড নেসে খোদা মিল যাতিহে।
খোঁজে দেখিনি তবে গালীব থেকে জেনেছি। সাধন ভজনে তাঁর দর্শন মেলে, যদি কারো জ্ঞান চক্ষু খুলে, সে দেখা পায় তার মতো করে। আব্দুল করিমও খোঁজে বেড়িয়েছেন, তুমি ভক্তের অধীন হও চিরদিন থাকো ভক্তের অন্তরে মুর্শিদ ধনহে কেমনে চিনিব তোমারে।

এই ভবের বাজারে মানুষ যতনা ভাবুক আবার আজবও বটে। মানুষ খোঁজে খোঁজে ঈশ্বর পেয়ে যায় শুধু নিজের দোষ আর নিজের অপরাধ খুঁজে পায় না। এই চড়া দরের বজারে সবচেয়ে সস্তা হলো জ্ঞান, চাইবেন একজনের কাছে, লক্ষ জনায় বিতরণ করতে এগিয়ে আসবে। সবচেয়ে দামী সময় আর সাহায্য। চাইবেন হাজার জনের কাছে একজন হয়তো হাত বাড়াবে। এরও আবার উদ্দেশ্য দুই কেউ এগিয়ে আসে সহমর্মিতা নিয়ে আর কেউ প্রচারের আশায় বিজ্ঞাপন দিয়ে।

আমার নিজেকে ছাড়া সবার মধ্যেই কমতি নজরে আসে এটাই বাস্তবতা। কারণ নিজেকে দেখার সময় কোথায়, নিজের সাথে নিজের মিলন হওয়ার সুযোগ মিলে না। জিহবার অস্তিত্ব খুব ভাল বুঝি তাই সবকিছুতেই কথা বলা আমাদের অভ্যেস। কানের অস্তিত্ব বেমালুম ভুলে যাই, শোনারও যে ধৈর্য থাকতে হয় সেটা বারবার করে মনে করিয়ে দিতে হয়।

নিজের সাথে নিজে কথা বললে আপনি হতে নিজের ব্যাক্তিত্ব বেড়িয়ে আসে। সারাদিনের যাপন নামচাটা দেখি কতটা ফোঁড়ন কেটেছি অন্যের পেছনে, কতটা ছিদ্র তালাশ করেছি, অন্যের সুখে কতটা কাতর হয়েছি, অন্যের অনাকাঙ্খিত শোকে পাথর না হয়ে কেউ না চাইলেও কতটা জ্ঞান ঢেলেছি, সত্যবলার নামে স্যোশাল মিডিয়া কাকে ঠিক কতটা আঘাত করেছি, অপদস্ত করেছি তবেই দেখবেন অন্তরে ঝাকড়া চুলের বিবেক বিদ্রোহ করে বসে আছে “আমি সহসা আমারে চিনিয়াছি আজ”। কে আমি? ভোগি, মেকি, যোগী, নাকি প্রেমিক?

একমাত্র প্রেমের পথ বেছে নিলেই কৃতজ্ঞতা নিয়ে চারপাশ দেখা যায়। প্রেমই পারে সকল যন্ত্রণাকে বহন করতে শুধু সম্ভাসনে দরদ থাকা চাই। শূলে চড়েও প্রেমের মৃত্যু হয় না। ক্রুশের যন্ত্রণাও ক্ষমা হয়ে যায় “হে ঈশ্বর এদের ক্ষমা করো এরা জানে না এরা কী করছে।”
আসলেই আমরা জানি না আমরা কী করছি। এই যেমন একটু পড়াশুনা করেছি কি, উপদেশের ঠিকাদারি নিয়ে নিয়েছি কলমে। এই দীনতা ক্ষমা করো প্রভূ। যদি ভূল করি সংশোধনের শক্তি দিও আর সঠিক হলে অহংকারী হওয়ার সাহস কেড়ে নিও। জীবের কল্যাণে তোমার মতো বুকের রক্ত ঢালতে না পারি, বুক ভরে মানুষকে ভালোবাসতে দিও।
“হে চিরকালের মানুষ হে সকল মানুষের মানুষ পরিত্রাণ করো।
ভেদচিহ্ণের-তিলক-পরা
সংকীর্ণতার ঔদ্ধত্য থেকে
হে মহান পুরুষ, ধন্য আমি,
দেখেছি তোমাকে
তামসের পারাপার হতে”।