অনলাইন ডেস্ক : শুক্রবার মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন উপ-বিশেষ দূত বলেছেন, লেবাননের নতুন সরকারে হিজবুল্লাহর উপস্থিতি একটি রেডলাইন। তারা এই নতুন সরকারে থাকতে পারবে না।
মরগান ওর্টাগাস বলেন, “আমরা যুক্তরাষ্ট্রে স্পষ্ট লাল রেখা (রেডলাইন) নির্ধারণ করেছি যে তারা (হিজবুল্লাহ) লেবাননের জনগণকে আতঙ্কিত করতে পারবে না। এর মধ্যে সরকারের অংশ হওয়াও অন্তর্ভুক্ত।” বৈরুতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সাথে দেখা করার পর তিনি এই কথা বলেন।
তিনি বলেন, “ইসরায়েল হিজবুল্লাহকে পরাজিত করেছে এবং হিজবুল্লাহকে পরাজিত করার জন্য আমরা আমাদের মিত্র ইসরায়েলের কাছে কৃতজ্ঞ।”
ওর্টাগাস দুই পক্ষের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা শত্রুতার অবসানের কথা উল্লেখ করেন। যার মধ্যে দুই মাসের সর্বাত্মক যুদ্ধও ছিল। যা এই দলটিকে দুর্বল করে দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নিযুক্ত হওয়ার পর তিনি তার প্রথম বিদেশ সফরে লেবাননে যান।
জানুয়ারিতে নতুন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার পর লেবাননের সরকার গঠনের প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে। যার ফলে দুই বছরের নেতৃত্ব শূন্যতার অবসান ঘটেছে।
ওর্টাগাস বলেন, “লেবানন এবং বিশ্বজুড়ে হিজবুল্লাহর রাজত্বের অবসান শুরু হয়েছে এবং এটি শেষ হয়ে গেছে।”