Home আন্তর্জাতিক হিজবুল্লাহর হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত, আহত ৬০

হিজবুল্লাহর হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত, আহত ৬০

অনলাইন ডেস্ক : লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে। এতে ইসরায়েলের চার সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন।

আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সেনা ক্যাম্পে ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়।

আইডিএফ আরও জানিয়েছে, ইসরায়েলের হাইফা শহর থেকে ৩৩ কিলোমিটার দক্ষিণে বিনইয়ামিনা ঘাঁটির পাশেও হামলা হয়েছে। এতে ইসরায়েলের অন্তত সাত সেনা গুরুতর আহত হয়েছেন।

হিজবুল্লাহ এ হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি। জানা গেছে, তেল আবিব এবং হাইফার মাঝামাঝি এলাকায় আইডিএফের গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ শিবিরকে তারা নিশানা করেছে।

হিজবুল্লাহর মিডিয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানী বৈরুতে চালানো ইসরায়েলি হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে।

 

Exit mobile version