Home জাতীয় হাসিনার আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান যুক্তরাজ্যের

হাসিনার আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান যুক্তরাজ্যের

অনলাইন ডেস্ক : শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়, সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা ভারতে কোনো রাজনৈতিক আশ্রয় চাননি। প্রথমে শোনা গিয়েছিল, সোমবার রাতেই তিনি লন্ডনে রওনা হবেন। তারপর জানা যায়, ব্রিটেন হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

এর আগে ভারতের রাজধানী দিল্লির অদূরে আইএএফের হিন্দন বিমানঘাঁটিতে বিকেল সাড়ে পাঁচটার দিকে অবতরণ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাধিক ভারতীয় সূত্র জানিয়েছে, সেখান থেকে প্রথমে নয়াদিল্লি ও তারপর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

তবে নয়াদিল্লিতে তিনি কতদিন অবস্থান করবেন, কিংবা কবে নাগাদ তিনি লন্ডনগামী বিমানে উঠবেন— সে ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

 

Exit mobile version