Home রাজনীতি হাসপাতাল ছেড়েছেন সিরাজুল আলম খান

হাসপাতাল ছেড়েছেন সিরাজুল আলম খান

অনলাইন ডেস্ক : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজুল আলম খানকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছেন চিকিত্সকরা।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

সিরাজুল আলম খানের চিকিত্সায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. এ বি এম জামাল জানান, সিরাজুল আলম খানের শারীরিক অবস্থা আগের চাইতে উন্নতি হয়েছে। তিনি আগের চাইতে ভালো আছেন। তিনি যে সমস্যাগুলো নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেগুলো চিকিত্সার মাধ্যমে সমাধান করা হয়েছে। আজকে বোর্ডের সিদ্ধান্তে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি দুপুরের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ছেড়ে বাসার উদ্দেশে রওনা দেন। করোনা পরীক্ষা নেগেটিভসহ তার অন্যান্য রিপোর্ট ভালো। তাকে মুখে খাবার দেওয়া হয়েছে।

২০ বছর আগে সিরাজুল আলম খানের হার্টের বাইপাস হয়েছে। তবে এখন তার হার্টে সমস্যা নেই বলে জানান মেডিক্যাল বোর্ডের প্রধান।

অধ্যাপক জামাল আরও বলেন, আমরা মেডিক্যাল বোর্ড তাকে ২৪ ঘণ্টাই পর্যবেক্ষণ করছি। আজ সকালেও আমাদের বোর্ডের প্রফেসররা তাকে দেখেছেন। কোভিডের জন্য তিনিও হাসপাতালে থাকতে চাচ্ছেন না।

গত বুধবার দিবাগত রাতে সিরাজুল আলম খানকে ঢাকা মেডিক্যালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়। পর দিন তাকে নেওয়া হয় কেবিনে। তার ঠিকমতো ঘুম হচ্ছিল না। শ্বাসকষ্টসহ নানাবিদ সমস্যা তিনি চিকিত্সকদের জানিয়েছিলেন।

হাসপাতালে ভর্তি হওয়ার পর সিরাজুল আলম খানের চিকিত্সায় ঢাকা মেডিক্যালের ৬টি বিভাগের প্রধানকে নিয়ে গঠন করা হয় মেডিক্যাল বোর্ড। এই মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তই তাকে ছাড়পত্র দেওয়া হলো।

Exit mobile version