অনলাইন ডেস্ক : হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ওয়াল্টার রিড হাসপাতালে তিনদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইতোমধ্যেই হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। কিন্তু এই হোয়াইট হাউসে ফিরেই ব্যালকনিতে এসে মাস্ক খুলে ফেলতে দেখা যায় ট্রাম্পকে।
এর আগে একটি টুইট বার্তায় ট্রাম্প বলেন, সত্যি খুব ভালো লাগছে। করোনাকে ভয় পাবেন না। আপনার জীবনে এটিকে আধিপত্য বিস্তার করতে দেবেন না ।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকার শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৭৬ লাখ ৭৮ হাজার ৮৪০ জন। এর মধ্যে মারা গেছে ২ লাখ ১৫ হাজার ২৩ জন।